| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Subdeb ghosh
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কালকের ডাকেই পাঠাব ফাগুনের আগে
শেষ চিঠিটি,সম্পর্ক মাশুলে নিঃশেষ খনিজ কথা।
নাও ভরা অঙ্কুরিত নীল নীল বিষ জলে
নিভে গেছে পলাশের আগুন অক্ষর ধারা!
চিঠি লেখা তাও শেষ হল না এ ঘনিষ্ঠ রাতে,
তাও সহজাত অভিসন্ধিতে আততায়ীর উল্লাসে ভরা!
ভালোবাসা জটিল অধ্যায়ে শ্বাপদের শাণিত অস্ত্রে
মুচমুচে যৌনতা মুঠোফোনে ভরে মুঠোতে ধরা!
স্বপ্নের বাগিচার ভালোবাসার নিমফল মুখে
গরল ঠোঁটে আমি আরেক অভিমুন্য আবার!
চক্রব্যুহ্যে ফেঁসছি!অতৃপ্ত রমনের মুদ্রা নিয়ে
রমণী জেগে আছে চুড়িভরা সাজ তার!
এক কবির প্রতিটি প্রেমের শব্দে নগ্ন সভ্যতা
ব্যাঙাচির মত কিলবিল করে!চোরাগলিতে আজও
তার প্রজ্জ্বলিত শিখায় বাঘিনীর নীল স্পর্ধা!
ঘুমিয়ে আছে আগুনের সিঁড়িতে তার ভ্রমও...
ঘুম ভাঙার আরষ্ঠতা থমকে দেয় আমাকে,
গোলাপী গোধূলির শেষে শরীরেও রাত্রি নামে!
জানি না উষসী তুমি কবি হলে কি না শেষে,
তবে তোমার মনের গভীরে দেখ রাত্রি ছেয়েছে!
২|
২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৭
ক্রেটোস বলেছেন: দারুণ লিখেছেন আপনি। আপনার এই কবিতা এই ব্লগারের এক কবির কথা মনে করিয়ে দিল। শুভ কামনা।
৩|
২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫
বিজন রয় বলেছেন: ক্রেটোস বলেছেন: আপনার এই কবিতা এই ব্লগারের এক কবির কথা মনে করিয়ে দিল।........... ক্রেটোস, কোন কবির কথা মনে করিয়ে দিল একটু বলবেন কি?
১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১০
Subdeb ghosh বলেছেন: আমি বলতে পারছিনা।
৪|
২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
ক্রেটোস বলেছেন: বিজন রয়, সে নিভৃতে চলে গেছে। নিভৃতেই থাক।
৫|
২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১০
Subdeb ghosh বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩
বিজন রয় বলেছেন: সুন্দর। তবে কেমন যেন।