| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Subdeb ghosh
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
মন কখনও ভালো থাকে, কখনও উদাস হয়। কখনও পালাতে চায় জানা-অজানায়।
কখনও আবার দৃঢ়তার সাথে এগিয়ে নেয়। মানিয়ে নেয় সবকিছু।
কোথায় যাবো বলেন? এক সময় মন খারাপ থাকলে বই পড়তাম।আজকাল মনে থাকে না। পড়া হয় না।
আজকাল বেশির ভাগ মানুষ কেমন যেনো অস্থির। সুস্থ শান্তির খোঁজ কেউ রাখে না। রাখতে চায় না।
তাই চাই কেবল। আত্ম-মর্যদা বিকিয়ে দিয়ে হলেও।
ছোট থেকে যে অনেক বড় হওয়া যায় তাতে তাদের বিশ্বাস নেই।সবাই কোনো না কোনো ছলে উপরে ওঠতে চায়।
কিংবা কেবল টিকে থাকতে চায়।অগ্রসরায়মান না থাকলে কোনো টিকাই টেকসই হয় না।
কারোর স্বপ্ন অপূর্ণ থাকে না। যদি লেগে থাকে।
কিছুটা ঋন হয়েছি, যেখানে যেভাবে পারি শোধ করার চেষ্টা করি। তবে গায়ে খেটে।
অতি মূল্যবান সময় নষ্ট করে যে প্রতিদান দেয়া হয়।তা কিন্তু সম্পূর্ণ বিফলে যায়। তার মূল্য ধরা হয় না।
তার প্রমাণও পেলাম শেষ মেষ।
এ জীবনে যত অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সে বিষয়গুলো যদি তুলে ধরি একটি অসাধারণ পুস্তক হতে পারে।
মনের মধ্যে প্রবল চাপ অনুভব হয় সব সময়। লেখ, তুই লেখ। সেখানেও আমি কমপ্রোমাইজ করি না। নিজেকে বলি, আগে দেনাগুলো শোধ কর। তারপর মহাকাব্য রচনা করার জন্য বস। আমি ভালো ছবি তুলি।
আমার ছবি তোলা নিয়ে বহু গল্প আছে। আমি জানি, প্রথমে নিজের কাছে নিজের পরিচ্ছন্নতার মূল্য থাকুক। অটুট থাকুক। পরিচ্ছন্ন চিন্তা-ভাবনা ছাড়া ভালো কাজ নিয়ে আগানো যায় কি? না কি সৃষ্টি হয় কোনো মহৎ কর্ম?
আমি এখন যেখানে বসে লিখছি, তার ডান দিক ঘেষে একটি দরজা।কয়েক মুহূর্ত আগে সেই দরজা আমি খুলে দিয়েছি। আমার ঘরে শীতের বাতাস ঢুকছে হু হু করে। আমার সমস্ত শরীরে হঠাৎ কি চমৎকার অনুভূতি জাগলো! শীতের ঠাণ্ডা বাতাসে এমন ভালো লাগা থাকে তা আমার আগে জানা ছিলো না। প্রেয়সী সাথে থাকলে। তার কিছুটা উষ্ণতা নিতে পারলে কঠিন ঠাণ্ডাতেও মধুর সময় কাটে সে আমি জানি। কিন্তু এমন একা নিঃসঙ্গ সময়ে এত ভালো লাগবে তা মোটেই কখনও ভাবি নি।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৭
Subdeb ghosh বলেছেন: সত্যিই,মন্তব্যের জন্য ধন্যবাদ।
২|
২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৭
Subdeb ghosh বলেছেন: ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নি:সঙ্গ জীবন কোন একসময় ভালো লাগে !
...................................................................
সারাদিনের ব্যস্ততার পর ,
কিন্ত জীবনের প্রকৃত মূল্যকে প্রতিনিধিত্ব করেনা ।