নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
কোথাও এখন স্বস্তি নেই- দাবদাহে পুরছে শরীর পুড়ছে দেশ।
বাজারের আগুন এসে সংসারে উত্তাপ ছড়ায়
তবুও কারো কারো সাহেবিয়ানা পুরোদস্তুর
সড়কে অফিসে আদালতে পাড়া মহল্লায় - তবুও কতিপয় ভয়ংকর ঘরিয়াল ফাঁদ পেতে থাকে
চোখে-মুখে ধূর্ততার আর লালসার চোখ
সমস্ত সড়ক জুড়ে নির্গত জমানো থুথু-
অকারণে খিস্তি খেউর অশ্লিতা চারদিকে-
তবুও এখানে ধর্মের আড়ালে ঈশ্বর ভাসে নরক ভাসে স্বর্গীয়-মদঅস্পরিকিন্নরিদের মোচ্ছব
মূর্খের চোখেও নাচে বিচিত্র অভিলাষ।
অন্ধ ধার্মিকের মুখে মধ্যযুগীয় ইতিকথা।
চোর বাটপাড় বড্ড বেশী ধার্মিক আজ
আহা এখন দেশ জুরে প্রতিবাদহীন লুটপাট আর বেহেশতী উৎসব।
আমি কোনদিকে যাবো?
©somewhere in net ltd.