![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।
সারা শরীরে অসংখ্য পেরেকের যন্ত্রণা
রক্ত পড়ছে চুঁইয়ে চুঁইয়ে...
পায়ের মাটি কাদা
দুচোখের আলো রঙ বদলায় ঢেকে দিয়ে সব সাদা
জ্যোৎস্নার আলো ঠিকরে ভেজাবে সংসার
এমনই স্বপ্ন চোখে
ঘুম ভেঙে দেখি পুড়েছে সবই জ্যোৎস্না-আগুন লেগে..
প্রতারিত হই বারবার জমিনে ও আসমানে
তবুও অটুট বিশ্বাসে ভাসি হৃদয়ের তপোবনে
একদিন.... একদিন...
আঙুল উঠেছে বারবার দিকনির্দেশ হয়ে....
ওইখানে.. ওইখানে সব আছে..
এগিয়েছি অটল বিশ্বাসে ক্ষমতার পাশাপাশি
ভরসা রাখিনি পেশীতে..
অবিশ্বাসের খতিয়ান লম্বা হয়েছে কেবলই
পরেছি পোশাক পরাজয়ের
ইতিহাস জানে, পাপ আর দাপ হাঁটে একসাথে উভয়ে..
আমরাও হাঁটি পিছু পিছু তার বদলিয়ে স্বরগ্রাম
ভূমি চুমি আর কাজল লাগাই চোখে
কুয়াশার পারে খলখল হাসি হেসে গেছে অবিরাম
ইতিহাস জানে সব...
কবিতার বুক যাচ্ছে পুড়ে লেলিহান আগুনে
ডানা ঝাপটায় প্রাণ
ঋজু হয়ে দাঁড়ায় দম্ভের স্তম্ভ ক্রমশ
করি নীরব অশ্রুপাত..
পায়ের তলায় থাকলেও মাটি হারিয়ে যায় দেশ
প্রতিদিন হই উদ্বাস্তু,ছাই হয় অবশেষ.....
তবুও আশা... একদিন.... একদিন....
©somewhere in net ltd.