নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার ব্লগারের ভীড়ে আমি এক নগন্য ব্লগার।আমি ভালোবাসি কিছু লিখতে তাই বলে আমি লেখক নই।যখন যা দেখি,যা মনে দাগ কাটে তাই লেখার চেস্টা করি।

Subdeb ghosh

আমি খুব কল্পনাবিলাসী। কল্পনা নামের আলাদা একটা পৃথিবী আছে আমার। আমার এ পৃথিবীটা বাস্তবের পৃথিবী থেকে আলাদা। এখানে আমি যা খুশি কল্পনা করি। বাঁধা দেওয়ার কেউ নেই। কোন কষ্ট নেই, দুঃখ নেই এখানে। বই আর গান এ দুইটা আমার বন্ধু। বই আমার একাকীত্বের সাথী আর গান আমার সুখ দুঃখের সাথী। কোন কথা কে কি বলল??? তার চেয়েও কিভাবে বলল সেটাকেই বেশী গুরুত্ব দিই। সবচেয়ে বেশী কষ্ট হয় যখন কেউ ভুল বোঝে। সবকিছুতেই ভালোটা খোঁজার চেষ্টা করি। প্রিয় ফুল কৃষ্ণচূড়া। প্রিয় সময় গোধূলিবেলা। প্রিয় ঋতু বসন্ত।

Subdeb ghosh › বিস্তারিত পোস্টঃ

বেলা অবেলায়

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৯


মায়াবী জোছনায় বসে তৃষ্ণার্ত চোখে
দু'চোখে দু'চোখ রেখেছি তোমার,
দুর্নিবার আকর্ষণ ছিলো,
প্রত্যাশা ছিলো তোমাকে পাওয়ার।

সমুদ্রের উত্তাল ঢেউ ছিলো
বুকের ভেতর, আলোক রশ্মি
তোমাকে পাওয়ার ইচ্ছে-
যখন তোমার কঠিন হৃদয়-
ছুঁয়ে যেতে চাই, চাই উষ্ণতার স্বাদ ;
বিম্বিত দর্পণে দেখি বিতৃষ্ণা-বিবাদ,
তখনই তোমার নিষ্প্রভ দু'চোখ-
আমার প্রত্যাশা পৌঁছে দেয় হিমঘরে,
আমিও কেমন ম্রিয়মান, অগোছালো,
হয়ে যাই সংসার বিবাগী,
সেই বৈশাখী ঝড়ে।

বয়সের ভারে ক্লান্ত আমি, সম্প্রতি-
মৃতপ্রায়, মৌন থাকি সারাক্ষণ,
সুবাতাস গায়ে মাখি,
কথা বলি আকাশের সাথে,
যেন কোন দায় নেই পৃথিবীর প্রতি।

অবেলায়, বড় অসময়ে সেই তুমি-
আমারই দিকে নির্দ্বিধায় আজই-
কেন? অকারণ বাড়িয়েছো হাত,
এ যেন অকস্মাৎ ভূমিধ্বস, শিরে বজ্রপাত,
স্বস্তিহীন দু:খের অশনি, অসহ্য প্লাবণ ;
যা কখনো কাম্য নয়, এ কোন উত্থান !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.