নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃক্ষ সঙ্কটসহ অনুকূল আবহাওয়া আর মানুষের আন্তরিকতাবোধের অভাবে শ্যামল বাংলার বিভিন্ন প্রজাতির পাখি যখন কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে, ঠিক তখন পাখির অভয়াশ্রম গড়ে তোলার ব্যতিক্রমী দায়িত্ব কাঁধে নিয়েছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মামুন বিশ্বাস ও

পাখির নিরাপদ বাড়ী

পাখির নিরাপদ বাড়ী › বিস্তারিত পোস্টঃ

পাখি বিষয়ক সচেতন মুলক পোষ্টার ছেড়া প্রসঙ্গে ।

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:০৩

এক বুক কষ্ট আর হতাশা নিয়ে পোষ্টটি লেখলাম। শাহজাদপুর উপজেলার সাতবাড়ীয়া ডিগ্রি কলেজে আমাদের পাখি বিষয়ক পোষ্টটার টানিয়ে ছিলাম মানুষকে সচেতন করতে। দুপুরবেলা অনেক কষ্ট করে টানিয়ে রেখে আসলাম। সকাল বেলা শুনতে পেলাম আমদের পোষ্টটার নাকি ছিড়ে ফেলেছে।অনেক কষ্ট পেলাম। তার চেয়ে বেশি চিন্তা করছি যে ভাই ছিড়েছে সে সুশিক্ষিতই হবে তার জন্য আমার চিন্তা হচ্ছে ছিড়তে গিয়ে হয়তোবা ব্যাথা পেয়েছেন তার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি।আসলে আমরা মানবসেবা আর প্রাণী সেবায় নিবেদিত আমরা কখনো মানুষকে খারাপ ভাবতে পারি না। কেউ ভুল করলে আমরা তাকে বুঝিয়ে বলি কিন্তু কখনো রাগান্বিত হয় নাই।
আর যে ভাই পোষ্টার ছিড়েছেন আল্লাহ কাছে প্রশ্ন করেন আপনি আদৌও কি ঠিক করেছেন।আর যদি মনে করে আরো পোষ্টার ছেড়া দরকার ছিড়বেন। আশা করি না বলবো না। কারণ আপনার মত ছেড়ার মন আরো অনেকের আছে।তবে মনে রাখবেন আপনার দ্বারা সামাজে কোন কিছু আশা করা সম্ভব না । কারণ আপনে সামান্য একটা পোষ্টারে লোভ সামলাতে পারেন না তাহলে এই সমাজ আপনাকে কিভাবে নেবে ভেবে দেখবেন একবার ।আসুন আমরা সবাই মিলে মানবসেবায় ও পাখিদের পাশে দাড়াই।আর নয় অবহেলাআমাদের পাখি নিয়ে কাজ করার প্রধান কারণ তরুন প্রজন্ম কে জাগিয়ে তোলা । আমদের দেশের যদি সব তরুন আমদের সাথে যোগ দেয় তাহলে আমরাই পারবো পাখিদের বাচাঁতে । আসুন আমরা সবাই মিলে পাখির নিরাপদ বাসা তৈরি করি ।

The Bird Safety House
উদ্যোক্তা সাংবাদিক মামুন বিশ্বাস
আমাদের পেজে গিয়ে ঘুরে আসুন https://www.facebook.com/TheBirdSafetyHouse

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.