| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষাদ আব্দুল্লাহ
পথে পথে কুড়িয়ে নেই অভিজ্ঞতা
চিলেকোঠা
বিষাদ আব্দুল্লাহ
একের পর এক প্রণয় ইট গেঁথেছি
তার সাথে পরাগ সিমেন্ট,
গহীন অঞ্চল থেকে সমুদ্রবালি
আর উরুসন্ধিময় নুড়ি পাথর, লৌহ,
রংধনুময়মোহ, সোনালি সকাল ।
আরও দিয়েছি
অসীম নীল আকাশ, রোদেলা দুপুর
বসন্তের কৃষ্ণচূড়া রং
শরতের বৈকাল ।
অপরাহ্ন বেলা, শীতল কাশবন,
মৃদু ছায়া,শশীর দেশে হাওয়ায় ভেসে
আনবো শ্রমিক, রাত্রিশেষে-ভীষণমায়ায়-মায়া,
সমস্ত ফুলের সুভাসিত কাঁচা মসলা ।
তোমার এক চিলতে কিশোরী হাসি
আমার সর্বস্ব প্রিয়তম হ্নদপাঁজর.. .. ..
দিয়েছি,
দখিনার একটানা ঠান্ডা সমীরণ
তোমার দেহের আদলে মিনার
মুখের আদলে টাইলস
চতুর্দিকে পলাশ-শিমুলের রক্তরাঙা সতেজ গাছ
আর উর্মিছন্দা কলধ্বনি স্রোতধার ।
কোনো এক কোণে বুনোবাতাসে’র ধারে
আমাদের অভিসার
তাই না?
একটি প্রণয়চিলেকোঠা বানাবার জন্যে
আমি কতকাল, কত দীর্ঘ
দিবস-রজনী, কত সময়-সেকেন্ড
আর বৎসরের পর বৎসর
বিনাশ করে ।অবশেষে ক্ষয়ে-ক্ষয়ে ও
অবক্ষয়ে নির্মাণ করেছি তোমার অঙ্গশ্রীময়
আমার প্রণয় চিলেকোঠা ।
আর-নাম দিয়েছি “অস্পরা অতশী”
কিংবা “তিলোত্তমা শ্রীকোঠা”
কে জানতো এমন আকস্মিক
ক্ষেপণ, উপা ভুমিকম্পন এসে
নস্যাৎ করে দিবে স্বহস্তে
আমারই “অস্পরা অতশী”
ভূকম্পন কি হয়েছিলো?
না কি তুমি নিজেই !
যে আমার তিলে-তিলে নির্মিত শ্রী চিলেকোঠা
ভেঙ্গে দিলে শুধু; একটি ফোনের
বজ্র-বর্জ্য কথনের, নিষ্ফল আলাপনে
আজও জানিনি, কি ঘটেছিল
ঠিক,
ঠিক কি কারণে.. .. ..
সেদিন আনমনা পদ্মা’র দ্বারে দেখেছিলাম
অর্কের অতিসন্নিকটে বিষন্ন গোধূলী ।
বিহঙ্গের শরীরে লোহিত রক্ত নীর-
উদ্যানের ফুলগুলো চুপসে গেল, কেন!
আজও জানা হয়নি
কেউ জানায় নি ।
চোখের সামনে দিয়ে দিগঙ্গনা শ্রী মেখে
দাম্ভিক মাতাল বাঁকা চাঁদঙ্গ নিয়ে
হাসতে হাসতে তোমার রহস্যপথে পরিব্রাজন
সম্মুখে মোর, চেনা নিরাকার প্রাচীর ।
বিস্ময়ের ঘোর অমোঘ কাননে
যে এইমা্ত্র তুমি পঞ্চঅঙ্গুরীলয়ে একটি মসজিদ
ভেঙ্গে দিলে, অনায়সে বিনা আফসোসে—
নির্ভয়ে-
বড় অদ্ভূত লাগলো !
রুপ আর মানসিকতা
সত্যি, বড় সাংঘর্ষিক.. .. ..
১৯.০১.১২-২৫.০১.১২-২১.১০.১২-২২.১০.১২(রাতে,দুপুরে,রাতে,দুপুরে)
৪৯১,মালিবাগ বাগানবাড়ী, ঢাকা ।
২|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ফালতু বালক বলেছেন: +++
৩|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
shfikul বলেছেন: +++
৪|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০০
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: ভালোবাসা
@জানতে চায়
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
জানতে চায় বলেছেন: একটি প্রণয়চিলেকোঠা বানাবার জন্যে
আমি কতকাল, কত দীর্ঘ
দিবস-রজনী, কত সময়-সেকেন্ড
আর বৎসরের পর বৎসর
বিনাশ করে ।অবশেষে ক্ষয়ে-ক্ষয়ে ও
অবক্ষয়ে নির্মাণ করেছি তোমার অঙ্গশ্রীময়
আমার প্রণয় চিলেকোঠা ।
চমতকার