| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষাদ আব্দুল্লাহ
পথে পথে কুড়িয়ে নেই অভিজ্ঞতা
তোমাকে ভালোবাসলে
নতুন কবিতার দেখা পাবো
নতুন শব্দের স্পর্শ পাবে কলম
মগজ থেকে সরে যাওয়ার মুহুর্তেই প্রিয় গল্পের খোঁজ পাবো
নিমিষে.....
একটু ভালোবাসি
প্লিজ!
অত:পর ঘটনার ভেতর-বাহিরে চলতে চলতে
বেদনা লাল রঙে গোসল করে
আসমানি বারান্দায় বিরহ কবিতা লিখতে বসবো
স্বাদ-বিষাদের আবর্তনে আবিষ্কার করে নিবো ভেতরের আমিত্ব কে
আমাকে চিনতে দাও প্লিজ !
ভালোবাসতে দাও
প্লিজ !
না হয় স্বেচ্ছায় খুন হয়ে যাবো.....
১২/০৬/২০১৩, ঢাকা, বাংলাদেশ ।
©somewhere in net ltd.