| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিষাদ আব্দুল্লাহ
	পথে পথে কুড়িয়ে নেই অভিজ্ঞতা

ফোঁটা ফোঁটা অন্ধকারের রঙ
সারা শরীরে মলমের মত মাখি
আঁখির আলমারিতে আকাশটা 
ভাঁজ করে রাখি
উলঙ্গ হ'য়ে প্রতি রাত্তিরে 
নেমে পড়ি জোস্নাপুকুরে
এ মুহূর্তে যেমন শশীজলে 
গাঁ ভিজিয়ে কবিতা লেখি
লেখি,
নারী আমার বুকের গন্ধ নেয় নি
আঙুল ছোঁয়নি ঠোঁট ছোঁয়নি
দু’বাহুর কম্পিত স্পন্দনে কাঁপেনি 
ওঠেনি গোপনে রাখা পর্বতে 
ফলে আমি কবি আমি নিখুঁদ প্রেমিক
১৬.০৮.২০১৮, ঢাকা।
২| 
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১০
কুঁড়ের_বাদশা বলেছেন: 
চটি পড়ুন সুস্থ থাকুন...।
 সামু ব্লগ এখন কি কোন চটি গল্পের ব্লগ?  
 
৩| 
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৫
আখেনাটেন বলেছেন: ছবিটি দয়া করে সরিয়ে ফেলুন।
৪| 
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:২৮
কুঁড়ের_বাদশা বলেছেন: 
কবি কি কামের ফাঁদে পড়লেন নাকি? কাম মানুষকে ঘুমাতে দেয় না। 
  
 
প্রতিউত্তর কই কবি?
 দয়া করে ছবিটা পরিবর্তন করেন।
৫| 
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন ছবি ব্লগে না দিলেই কি নয়? এখানে অনেক নারী ব্লগার আছেন এ কথাটা খেয়াল রাখা প্রয়োজন।
৬| 
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:৩৯
বাকপ্রবাস বলেছেন: কাপড় খুলে দেখিয়ে দেবার মতো এখনো এতোটা আধুনিক হতে পারিনি দূর্ভাগ্য
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৮  দুপুর ১:১০
বিজন রয় বলেছেন: ছবি দেখবো না কবিতা পড়বো?