| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিষাদ আব্দুল্লাহ
	পথে পথে কুড়িয়ে নেই অভিজ্ঞতা
(উৎসর্গ: স্নেহের ছোট ভাই ফাহাদকে)
আমাকে বলিস,
আকাশ তার সমস্ত নীল পাঠিয়ে দিবে
তোর বুকবাড়িতে
কারণে অথবা 
এমনি-এমনি হৃদয় ধুমড়ে-মুচড়ে 
পাগল হ'য়ে যাওয়ার পূর্ব-মুহূর্তে
কুলের খুঁজ না পেয়ে 
প্রবল কান্নাস্রোতে যদি মুখ ডুবে যায়
আমাকে বলিস,
চে গুয়েভারার সবগুলো প্রিয় কবিতা পাঠিয়ে দিবো
আর-নির্মল দুঃখ ভোলানো বাতাস...
১৯.০৯.২০১৮, ঢাকা।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৬
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ, স্রাঞ্জি
২| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৫০
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৬
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: শুভেচ্ছা অফুরান, মাহমুদুর রাহমান
৩| 
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩১
হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: বাহ।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৭
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: ভালোবাসা রইলো, হাবিব
৪| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫০
সনেট কবি বলেছেন: সুন্দর
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৮
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিবেন, সনেট কবি
৫| 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।  
ফাহাদ এর জন্য শুভ কামনা।
 
২০ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৯
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: এ শরতে কাশফুলের শুভেচ্ছা রইলো রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৪২
স্রাঞ্জি সে বলেছেন:
বন্ধুর জন্য কাব্য চমৎকার।