| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিষাদ আব্দুল্লাহ
	পথে পথে কুড়িয়ে নেই অভিজ্ঞতা
 
বাবার অসুস্থতার কথা শুনলে কুঁকড়ে যায় ভিতরে ভিতরে। এক অজানা ভয় ভীষণভাবে বুকের চারপাশে দৌড়াদৌড়ি করে। পেশা সাংবাদিকতা হলেও এখনো নিজের অবস্থান মুজবুত হয়নি বিধায়। শ্রমে-ঘামে, রাত জেগে পরিশ্রম করার পরেও মাস শেষে বেতন না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে। বাতি বন্ধ করে গাঢ় অন্ধকারে বিড় বিড় করে বোকে যায় । কিছুই হলো না তাঁর । ২০০৮ সালে ঢাকায় আসার পর থেকে শহরের মানুষদের বিবিধ চিন্তার সাথে মানিয়ে নিতে কত না চোখের জল, অপমান, খিস্তি খেউর সহ্য করে দু’পায়ের দশটি আঙ্গুল সচল রেখেই চলেছে। বুক ভরা বেঁচে থাকার নিঃশ্বাস, মননজুড়ে ক্রিয়েটিভ চিন্তার ভাঁজে ভাঁজে হালের এসময়ে এসে ফিরে তাকালো ঢাকার জীবন। অথচ কি চেয়েছিল সে, কি ভেবে ছিলো। সাধারণ মানুষের মত বাঁচার স্বপ্ন ! না কি একটু ভিন্নভাবে বাঁচার ! না কি আপোস করে নিজেকে বিকিয়ে দিয়ে বাঁচার ! ঠিক তার হিসেব মিলাতে পারে না। বাবার অসুস্থতা, মা’র দুচোখ জুড়ে স্বপ্ন খেলা করে ছেলে পড়ালেখা করেছে, করবে চাকুরি, পেটভরে গিলবে স্বাস্থ্যকর খাবার। এখনো পলাশের পেট চলে পিতার দুই রতের ওপর। বিয়ের বয়সও যায় চলে, জীবনের আটাশটি বসন্ত কোন কাম ছাড়া ঘাম ছাড়া প্রেম ছাড়া কিভাবে পার করলো সে ! বড় বিস্ময় জাগে পলাশের কাছে। এ শহরের অলিতে-গলিতে পলাশরা ছড়িয়ে-ছিটিয়ে থাকে যাদের জীবনের অর্থ খুঁজতে-খুঁজতে পৃথিবীর কিছুই দেখা হলো না... 
২৪.০৯.২০১৮, ঢাকা।
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৭
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: ছিলো, তা উহ্য রয়েছে
২| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১২
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রথম অংশে দাড়ির(।) যথাযথ ব্যবহার হয়নি।
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৯
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: আমার মতে করেই দেওয়া হয়েছে। ব্যাকরণ জানি না ভাই ।
৩| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪০
সনেট কবি বলেছেন: পড়লাম
 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৯
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ, ভাই
৪| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৮
ওমেরা বলেছেন: জীবনের উদ্দেশ্য ঠিক করতে হয়, আর সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য রাস্তা ঘাট করে দিতে হয় বাবা,মায়ের, সব বাবা মা এটা পারে না তখন জীবন অনেক কঠিন হয়ে যায়।
৫| 
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪০
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: মা-বাবা রাস্তাঘাট করে দিলেও জীবনের বাঁকবদলে অনেক সময় এলোমেলো হয়ে যায়।
৬| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: কোন প্রাণী সকালে চার পায়ে, দুপুরে দুই পায়ে আর বিকালে তিন পায়ে হাটে?
 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২১
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: আপনিই উত্তরটা দেন ভাই, আমরা শিখি....
৭| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫০
সুমন কর বলেছেন: আরো একটু গুছিয়ে লিখলে ভালো হতো। চেষ্টা চলুক......জীবনটাই কঠিন।
 
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:২৩
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ, ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
বলার মতো কিছু ছিলো হয়তো, ঠিক মতো লিখা হয়নি