| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিষাদ আব্দুল্লাহ
	পথে পথে কুড়িয়ে নেই অভিজ্ঞতা
 
আঁধারে হাঁটলে কেউ কথা কয়
আঁধারে হাঁটলে মনের ব্যায়াম হয়
আঁধারে হাঁটলে অমানুষ সব মানুষ
আধারে হাঁটলে নিরবের ফিরে হুশ
আঁধারে হাঁটলে কান্নার পাহাড় গলে
আঁধারে হাঁটলে উষ্ণতা বাড়ে গালে
আঁধারে হাঁটলে হাসিদের হাসি পায়
আঁধারে হাঁটলে প্রেমিকারা কাছে যায়
আঁধারে হাঁটলে শৈশবের পা শব্দ করে
আঁধারে হাঁটলে কিশোর চোখ লাজে মরে
আঁধারে হাঁটলে একলারা সব কবিতা
আঁধার নিভে গেলে আমি তুমি সব মিথ্যা!
২৯.০৫.২০২১
মাইজদি
 
২৫ শে নভেম্বর, ২০২১  সকাল ১১:৫২
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ, রাজীভ নুর ভাই।
২| 
২৪ শে নভেম্বর, ২০২১  দুপুর ২:১৮
ফুয়াদের বাপ বলেছেন: সাবলিল সুন্দর মনের অভিব্যাক্তি। 
আঁধার ছেড়ে আলোতে আসা চাই
আলো ছাড়া মানব-মনে সুখ নাই
আলোতে হোক-ব্যায়াম,কান্না-হাসি
আলোর বার্তায় প্রেমিকার কাছে আসি।
আলোর মশালে হোক শৈশবের পথ চলা
আলোতেই হোক কিশোর আলোকিত
আলোর পথ দেখাক সব কবিতা পুংক্তি
আঁধার দূরীভূত হয়ে আলোর হোক মুক্তি।
 
২৫ শে নভেম্বর, ২০২১  সকাল ১১:৫০
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: আরে বাহ্, চমৎকার তো ! অনেক ভালোবাসা নিবেন।
৩| 
২৪ শে নভেম্বর, ২০২১  দুপুর ২:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: ছবির পিছনে কত গল্পচিত্রায়ন সবশেষে হাড় হয়ে যাই--------চমৎকার কবি দা
 
২৫ শে নভেম্বর, ২০২১  সকাল ১১:৫১
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ, লিটন দা।
৪| 
২৫ শে নভেম্বর, ২০২১  সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: আঁধারে হাঁটলে প্রকৃতির অদেখা রূপ দেখা যায়, 
আঁধারে হাঁটলে প্রকৃতির অশ্রুত গান শোনা যায়। 
আঁধারে হাঁটলে নিজেকে নতুন করে চেনা যায়,
আঁধারে হাঁটলে বিস্মৃত কষ্টসুখ ফিরে পাওয়া যায়। 
আঁধারে হাঁটলে জোনাকির সাথে কথা বলা যায়,
আঁধারে হাঁটলে ঝিঁ ঝিঁ পোকার গল্প শোনা যায়।
আঁধারে হাঁটলে চোখের ভেতরের আলো বের হয়,
আঁধারে হাঁটলে জন্ম মৃত্যুর পূর্বাপর দৃশ্য দেখা যায়। 
 
২৫ শে নভেম্বর, ২০২১  সকাল ১১:৫১
বিষাদ আব্দুল্লাহ বলেছেন: অনেক সুন্দর। দারুণ বলেছে বটে। অনেক শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২১  দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।