![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন স্বপ্নবাজ হিসেবে বন্ধু মহলে পরিচিত।তবে স্বপ্নগুলোর বাস্তব রূপ...কখনো কখনো ছায়া সঙ্গীর মত কাছে আসে,তাদেরকে খুব কাছ থেকেই দখি...কেবল ধরতে গেলেই মধুর কেন্টিনের ধোঁয়া ওঠা চায়ের মত মিলিয়ে যায় বারবার.... এখনও চাকুরির বাজারে ঢুকিনি, MBA করছি,Department of Banking,university of Dhaka. দোয়া করবেন।
সময়ের তাড়া খেয়ে, ছুটছি উদ্ভ্রান্তের মত দিকভ্রান্ত হয়ে….কতশত উস্ঠা খেয়ে যে হুমরি খেয়ে পড়ছি সেদিকেও ভ্রূক্ষেপ নেই আজ এতটুকু । হাচরে পাচরে কোনমতে উঠে আবারো সে দৌড়…..বড় বেশী পিছিয়ে পরছি আজকাল! এভাবে হলে কী চলবে নাকি! বর্তমান যুগ না কম্পিটিশনের যুগ! বাঁচতে হলে আগে টিকতে হবে,আর টিকে থাকতে হলে দৌড়াতে হবে….কার কী হলো না হলো তাতে আমার কি! আমার তো কিছু হয়নি….কে মরল আরকেই বা বাঁচল তাতেও কিছু যায় আসে না আমার…….ভীষন ব্যস্ত আমার এই আমিকে নিয়ে!
হঠাৎ করে কে যেন দরাজ কন্ঠে বলে উঠল “কী করছ! মানব সমাজের ভ্রান্তিময় জগৎ কি শেষ পর্যন্ত তোমাকেও গ্রাস করল?এভাবে দৌড়ানো তো মানুষ্য জাতিকে শোভা পায়না”…
চমকে গেলাম ভীষণ রকম “আসলেই তো কী করছি আমি!”
অস্থির এই সমাজের দৌড় প্রতিযোগিতার অন্ধকার থাবার কালো হাতছানিতে প্রলুব্ধ হয়ে আধুনিক নামধারি আমাদের এই তথাকথিত সভ্য সমাজ কবে যে দু’পায়ে হাঁটার বদলে চার হাত পায়ে বন্য জন্তুর মত দৌড়াচ্ছে তার খবরই বা ক’জন রাখি.....রেখেই বা কি লাভ হবে?
আশংকা হয় কোনদিন না আবার স্মৃতির অতল থেকে বিবেকের অট্ট হাসিতে শুনতে পাই … “ তুইও একদিন মানুষ ছিলি”
২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
বিষন্ন একা বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা.... শুদ্ধতারই যেন জয় হয়
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। এটার নামই হয়ত জাগ্রত বিবেক।