![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন স্বপ্নবাজ হিসেবে বন্ধু মহলে পরিচিত।তবে স্বপ্নগুলোর বাস্তব রূপ...কখনো কখনো ছায়া সঙ্গীর মত কাছে আসে,তাদেরকে খুব কাছ থেকেই দখি...কেবল ধরতে গেলেই মধুর কেন্টিনের ধোঁয়া ওঠা চায়ের মত মিলিয়ে যায় বারবার.... এখনও চাকুরির বাজারে ঢুকিনি, MBA করছি,Department of Banking,university of Dhaka. দোয়া করবেন।
গ্রিল চিকেন ও শর্মাতে দেদারসে ব্যবহার হচ্ছে মরা মুরগী,রাজধানী ঢাকার বিভি্ন্ন ফাষ্টফুড,হোটেল এবং রেস্তোরায়.....
প্রতিদিন এসব মরা মুরগীর গ্রিল চিকেন খাচ্ছেন হাজার হাজার মানুষ।
রাজধানীর ধানমন্ডির একটি স্বনামধন্য রেষ্টুরেন্ট থেকে ৩০০ পিস মরা পচা মুরগী সহ হাতেনাতে ২ জনকে আটক করে RAB।
সাধারনত প্রতিটি মরা মুরগী ৫০-৬০ টাকায় নিউমার্কেট ও কারওয়ানবাজাড়ের অসাধু মুরগী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে তা গ্রিল এবং শর্মা বানিয়ে বিক্রয় করে আসছে।
মুরগী বিক্রেতাদের কাছে একশ্রেণীর অসাধু হোটেল বা মেস কারবারির মোবাইল ফোন নম্বর থাকে।মুরগী মারা গেলে বিক্রেতারা ওইসব হোটেল বা মেস কারবারিকে খবর দেয়।তারা এসে মরা মুরগীগুলো কিনে নিয়ে যায়।
প্রতিদিন ঢাকার বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে গ্রিল ও শর্মার জন্য তিনি নিয়মিত সাপ্লাই দিয়ে থাকেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
বিষন্ন একা বলেছেন: সাবধান ভাই,পরে এই ধাক্কা নানডুস,পিজা হাটে যাইয়া লাগদে পারে
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯
মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: কোন হোটেলে ধরেছে? লিঙ্কটা দিন
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
বিষন্ন একা বলেছেন: ফেবু তে পাইছিলাম
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আলাপচারী বলেছেন: নির্দিষ্ট করে হোটেলের নাম দেওয়া ফরজ। এক্ষেত্রে সাংবাদিকদের মতো ভন্ডামি করছেন কেন??
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
বিষন্ন একা বলেছেন: ফেবু তে পাইছিলাম অহন তো আর খুইজা পাইনা।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর খামু না
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
বিষন্ন একা বলেছেন: কী কন!!! চলবো কেমতে!!
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
চিকন আলি বলেছেন: গার্ল ফ্রেন্ডরে জলদি এই খবরটা দেওয়ান লাগব...