নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্ন একা

একজন স্বপ্নবাজ হিসেবে বন্ধু মহলে পরিচিত।তবে স্বপ্নগুলোর বাস্তব রূপ...কখনো কখনো ছায়া সঙ্গীর মত কাছে আসে,তাদেরকে খুব কাছ থেকেই দখি...কেবল ধরতে গেলেই মধুর কেন্টিনের ধোঁয়া ওঠা চায়ের মত মিলিয়ে যায় বারবার.... এখনও চাকুরির বাজারে ঢুকিনি, MBA করছি,Department of Banking,university of Dhaka. দোয়া করবেন।

বিষন্ন একা › বিস্তারিত পোস্টঃ

আমি বলছি না যে হাসতেই হবে...আপনি চাইলে কাঁদতেও পারেন...আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী :D

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

কপি পেস্ট কৌtuk....

ছেলে:- বাবা একটা কম্পিউটার কিনছি।

বাবা:- এইটা কি?

ছেলে:- মনিটর।

বাবা:- ওইটা কি?

ছেলে:- সিপিইউ।

বাবা:- আর এইটা?

ছেলে:- মাউস।

বাবা:- এইটা?

ছেলে:- সাউন্ড বক্স . . .

বাবা:- হারামজাদা কম্পিউটার কই?...

২।সেই ১৯৭১ সালের ঘটনা-

এক পাকিস্থানী অফিসারের বাড়ীর পাশ দিয়ে এক ফুল ওয়ালা কেয়া ফুল বেচতে বেচতে যাচ্ছে।

অফিসার ডেকে বলল, ''এই, ক্যায়া ফুল হ্যায়?'' (কি ফুল)

ফুল বিক্রেতা বলল, '' 'কেয়া' ফুল হ্যায়! (অর্থাৎ সাহেবের ভাষাতে সে বুঝাতে চাচ্ছে এটি কেয়া ফুল)

সাহেব রেগে গেল। ভাবল ফুলওয়ালা মুখ ভেংচি কাটছে। সাহেব একটু কঠিন সুরে বলল, ''ক্যায়া ফুল হ্যায়?''

ফুল ওয়ালাও ভালভাবে কেয়া ফুল বুঝানোর জন্য একটু জোড়ে বলল, ''কেয়া ফুল হ্যায়''।

সাহেব এবার রাগে আগুন হয়ে গেল। এতবড় সাহস, ফুলওয়ালা তার সঙ্গে ইয়ার্কি করে? সাহেব ফুলওয়ালাকে প্রচন্ড একটা চড় লাগিয়ে বলল, "হামছে দিল্লাগি (ইয়ার্কি) করতা ! বল ক্যায়া ফুল হ্যায়?''

ফুল ওয়ালা কান্না ভরা গলায় রাগত স্বরে বলল, 'তোর চোদ্দ গুষ্টির মাথা ফুল হ্যায়''

সাহেব এবার বেশ খুশি হলেন। মনে মনে ভাবল, চড়টা কাজে দিয়েছে।

সাহেব ফুলওয়ালাকে একটু নরম সুরে বলল,

''পহেলা কিউ নেহি বোলা?''

এই বলে ১০০ টাকা দিয়ে সেই কেয়া (সাহেবের মতে চোদ্দ গুষ্টির মাথা) ফুল কিনে নিল।



৩।স্যার: চান্দু, বলো তো, ভারত কোন জলবায়ুর দেশ?

চান্দু: "ক্যাটরিনা" জলবায়ুর দেশ, স্যার!

স্যার: পাজি ছেলে, এই সহজ প্রশ্নের উত্তর জানো না !!!

চান্দুঃ স্যার, বাংলাদেশ যদি "মৌসুমি" জলবায়ুর দেশ হয়, তাহলে ভারত কি দোষ করল?!

৪।২টা সাপের মধ্যে চ্যাট হচ্ছে...

১ম সাপ : ফোস ।

২য় সাপ : ফোস ফোস ।

১ম সাপ : ফোস ফোস ফোস ।

২য় সাপ : ফোস ফোস ফোস ফোস ফোস।

১ম সাপ (রেগে) : ঘেউ ঘেউ ।

২য় সাপ : আগেই বুঝছিলাম ফেক আইডি...!!!

৫।বল্টুর কাছে একবার যমদূত আসলো। বলল, “তোমার পরপারে যাওয়ার সময় হয়েছে”...

বল্টুঃ কিন্তু আমি এখন যেতে চাই না!!

যমদূতঃ কিন্তু আমার লিস্টের সবার ওপরে তোমার নাম লেখা আছে।

বল্টুঃ ঠিক আছে। তুমি একটু খেয়ে দেয়ে আরাম কর। এরপর আমাকে নিয়ে যেও।

তো যমদূত খেয়ে দেয়ে আরামের একটা ঘুম দিলো। বল্টু তখন যমদূতের লিস্ট থেকে ওপরের নিজের নামটা কেটে দিয়ে সবার শেষে লিখে দিলো। যমদূত যখন ঘুম থেকে উঠলো, বলল,

.

.

.

.

.

.

.

.

"তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি, এখন আমি লিস্টের নিচ থেকে শুরু করব" ...

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

ডরোথী সুমী বলেছেন: চার আর পাঁচ ভাল লেগেছে। ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

বিষন্ন একা বলেছেন: ধন্যবাদ,ডরোথী সুমী :)

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

খন্দকার হািফজ্রর রহমান বলেছেন: ভালো লাগলো.... ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

বিষন্ন একা বলেছেন: খন্দকার হািফজ্রর রহমান

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

কাফের বলেছেন: নতুন এবং মজার
২ নং বেষ্ট
+++++

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২০

কাফের বলেছেন: নতুন এবং মজার
২ নং বেষ্ট
+++++

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

বিষন্ন একা বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: পাঁচ নাম্বার শকিং হইসে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

বিষন্ন একা বলেছেন: ধন্যবাদ

৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

মশিকুর বলেছেন:
ভাই কি আর কমু ৭-৮ বছর আগে পরিচিত এক আঙ্কেল কম্পিউটার কিনবো। তো আমারে জিগাইলো কোন কম্পিউটার ভালো? স্যামসাং নাকি ফিলিপ্স?? বুঝেন অবস্থা।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

বিষন্ন একা বলেছেন: :)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

বিষন্ন একা বলেছেন: ধন্যবাদ

৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ১,৪, ৫ দারুণ হইসে! হাস্তে হাস্তে মফিজ হৈ গেলাম! =p~ =p~ =p~ =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

বিষন্ন একা বলেছেন: ধন্যবাদ ৎঁৎঁৎঁ

৯| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৪

আমি তুমি আমরা বলেছেন: প্রথম ভাল লাগা রইল :)

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৫

বিষন্ন একা বলেছেন: শুকরিয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.