![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন স্বপ্নবাজ হিসেবে বন্ধু মহলে পরিচিত।তবে স্বপ্নগুলোর বাস্তব রূপ...কখনো কখনো ছায়া সঙ্গীর মত কাছে আসে,তাদেরকে খুব কাছ থেকেই দখি...কেবল ধরতে গেলেই মধুর কেন্টিনের ধোঁয়া ওঠা চায়ের মত মিলিয়ে যায় বারবার.... এখনও চাকুরির বাজারে ঢুকিনি, MBA করছি,Department of Banking,university of Dhaka. দোয়া করবেন।
“তাবিজ!! বাংলাদেশ Cricket team কে তাবিজ করা হইছে। যেই সেই তাবিজ না । কঠিন এবং গরম তাবিজ!!”
বিগত কয়েকটি খেলায় বাংলাদেশের ক্রিকেট খেলার লা-জবাব পারফরমেন্সের কারন কি জানতে চাইলে বিখ্যাত উল্টা বাবা আমাকে উপরোক্ত বাণী দেন। জাতি যখন ক্রিকেট খেলার অদ্ভুদ আচরনের কোন উত্তর পাচ্ছে না। সেই সময় উল্টা বাবার এমন উত্তর আমাকে কিছুটা হলেও আশান্বিত করে।জবাব তো পাওয়া গেল অন্তত!
নীচে উল্টা বাবার সাথে আমার আলাপচারিতা তুলে ধরা হলঃ
আমি : তাবিজ কি বেশী গরম?
উ বা : হূমম। এ তাবিজ যে বাধছে তার হাতেও ফোস্কা পরে গেছে।
আমি : কী সাংঘাতিক। ( হাতে ফোস্কা পরার ঘটনাটি সত্য,believe me )। তাবিজ
কোনখানে রাখা হইছে ?
উ বা : মীরাবাজার আর জিন্দা বাজারের মাঝামাঝি ২০০ বছরের পুরাতন বটগাছের ডালে
আমি : বাবা, জায়গাটা কি সিলেট?
উ বা : হূমম।
আমি : শনির রাহু কাটবে কেমনে,বাবা? বট গাছ থেকে তাবিজ খুলতে হবে নাকি পুরা বট
বৃক্ষ কর্তন করা লাগবে ?
এ পর্যায়ে উল্টা বাবা কোন জবাব দিলেন না। উনি গভীর ধ্যানে মগ্ন হলেন। ওনার ধ্যান খুব শীঘ্রই ভাঙবে বলেও মনে হচ্ছে না। কী মুশকিল! আমিও জবাব না পাওয়া পর্যন্ত নড়ছি না। অথচ জবাব দ্রুত পাওয়া খুবই Important!!! We want a victory in Cricket !!
©somewhere in net ltd.