![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ একজন মানুষ। গ্রামে জন্ম হলেও বেড়ে উঠেছি ঢাকার কোলাহলের ভিতর। মাঝে মধ্যে একটু আধটু লেখা-লেখি করি। কবিতা লিখি ছোট বেলা থেকেই। বলতে গেলে কবিতা আমার কাছে একটা নেশার মত। কখনো কখনো ছোট গল্প লিখি। লিখি মানুষের কথা, মানবতার কথা, অধিকারের কথা। জীবিকা নির্বাহ করি গ্রাফিক্স ডিজাইন করে। একসময় ছোটদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এখন সমাজের বঞ্চিত, ক্ষুধাতুর, নির্যাতিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত হয়েছি।
একটা সত্যি কথা- অনেক ফেসবুক ইউজারের মন বেশী ভালো না। অনেকদিন ধরে ফেসবুকে ঢুকতে পারছি না। আমার বন্ধুদের খুব মনে পড়ছে। মনে পড়লে আর কি করার আছে। কিছুই করার নেই। দেশের ভালোর জন্যই ফেসবুক বন্ধ করা হয়েছে। নিরাপত্তা পাওয়াটা এখন সাধারণ মানুষের খুব প্রয়োজন। দেশের একশ্রেণীর রক্তিম চোখের ধারে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে এটা আমাদের কারো কাম্য নয়। একদিক দিয়ে ভালোই হয়েছে। নিরাপত্তার চাদরে দেশ মোটামোটি ঢাকা পড়েছে। তবে অনেক বন্ধুদের আমরা মিস করি। যারা প্রতিনিয়ত অনলাইনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভালো কাজে একসাথে এগিয়ে চলেছি।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
বিষ্ময় ভাস্কর (বিভা) বলেছেন: ঠিক বলেছেন ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
সাহাবী বলেছেন: Facebook off koreao kono lav hoyni, jara chalanor tara thik eee chalace