নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ব

There is alwaz smthin to make a sanctuary no matter how it small

অর্ব › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল আমরা আছি তোমার সাথে

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২

বার বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে আসলাম।একজন ডাবল সেঞ্ছুরিয়ান আর মাহেলা কে পেছনে ফেলে ম্যান অফ দা ম্যাচ হয়েছিল সতের বছরের ছেলেটি।আমার এখনও মনে আছে ১১৪ রানের ইনিংস টি।কি অসাধারণ একটি ইনিংস।তখন থেকেই বাংলাদেশ মানেই আশরাফুল বুঝি...সুধুই আশ্রাফুল।আজ মনে হল কিছু বলি। চারপাশে লেখার ফুলঝুরি হচ্ছে তবে কিছু না বললেই নয়।ছোটবেলা থেকেই ক্রিকেট আমার কাছে একটু বেশই আবেগের। বিশেষ করে যখন আশরাফুল ভাল না খেলত গালি দিতাম মনের দুঃখে কেন বেটা তুই আজ পারলিনা এক তুই ই তো আছিস। কেন পারলিনা... হটাত হটাত এক্টা ইনিংস ই ভুলিয়ে দিত সব। এটা সুধু আমার না সবার ই ভুলিয়ে দিত।কি অসাধারণ স্কুপ, লেগ কাট,গ্লান্স, এক্সট্রা কাভার শট কনটা বাদ দেব। সকালের সূর্যোদয় হয়তো সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। আশরাফুলও তাঁর প্রতিভার প্রতি সব সময় সুবিচার করতে পারেননি। কিন্তু তার পরও তাঁর ব্যাটে রচিত হয়েছে বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ কিছু কাহিনি। কার্ডিফে ১০১ বলে তাঁরই ১০০ রানের ইনিংসটি এখনও আমার চোখে ভাসে।পরের ম্যাচেই নটিংহামে ইংল্যান্ডের বোলারদের নাকের জল-চোখের জল এক করে দিয়েছিল ৫২ বলে ৯৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে। ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে ১৫৮ রানে অপরাজিত থাকা সেই অসাধারণ ইনিংসটিও চোখে ভেসে আছে আমার হয়ত সবারই।উত্পল শুভ্র লিখেছিলেন, ‘বললে তো আরও কতই বলা যায়!আর শ্রীলঙ্কার বিপক্ষে ১৯০ রানের কথা এই কয়দিনে ভুলার কথা কাররি নয়। ২০০৭ বিশ্বকাপে গায়ানার আশরাফুল, সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গের আশরাফুল... বাংলাদেশের ক্রিকেটে প্রথম বড় সব সাফল্যেই তো আছেন আশরাফুল।হ্যাঁ আশরাফুল মানেই বাংলাদেশ ক্রিকেট।যে যা-ই বলুক, এই বিশ্বাস থেকে সরে আসার এখনো কোনো কারণ দেখছি না যে, বাংলাদেশে জন্ম নেওয়া সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানের নাম মোহাম্মদ আশরাফুল।ওকে নিয়ে লিখতে লিখতে বারবারই চোখ মুছতে হয়েছে আমার। পারছিলাম না আর চুপ থাকতে।

এশিয়া কাপের ফাইনালের কথা মনে আছে ? সেদিনও এত কষ্ট পাইনি যতটা না আজ পাচ্ছি। প্রচন্ড রকমের কষ্ট পেয়েছি। মন ভেংগে যাওয়া কস্ট! তবে স্বান্তনা খুঁজেছি এইভেবে, যে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু রাস্তার ভিক্ষুক পর্যন্ত দূর্নীতির বিষবাষ্পে জড়িয়ে আছে যেখানে ... স্বীকারোক্তির কন বালাই নেই... না আছে অনুতাপ আর দুদক এর কথা নাই বা বলি।

টাকা কি খুব দরকার ছিল?কত হাজার হাজার মানুষ এখনও কতবেলা অভুক্ত থাকে !!! এত দারিদ্রের মধ্যেও আমরা আমাদের সাধ্যমত বেতন-ভাতা, সুবিধাদি দিয়েছি তারপরও? কিন্তু তারপর ও আমার কথা একটাই রাজনীতিতে ফিক্সিং করলে দেশ এর সাথে ফিক্সিং করে সবায় পার পেয়ে যায়... যখন বল্লা মাফ করে দিতে তখন আমি মাফ না করে পারলাম নাহ।এত কষ্ট, এত ট্র্যাজেডি,সাভার ট্র্যাজেডি,পদ্মা সেতু দুরনিতি,লিমনের কান্না,শেয়ার বাজার কেলেঙ্কারি, বিশ্বজিৎ হত্তা,শাহবাগের নাতক,বিচারের নামে প্রহসন,এসি আক্রাম,থলের কাল বেড়াল, রেল দুর্নীতি সব কিছু কে পাস কাটিয়ে যদি আমরা মাফ করে দিতে পারি তো এতকিছু দেয়ার পর আশরাফুলের সাথে কি আমরা পারিনা? কার ই বা সাহস আছে সত্য কে স্বীকার করে নেয়ার? সৎসাহস কয়জনের ই আছে আমাদের? আমরা কি সত্যিই পারিনা? আমি পারসি বাকিটা আপনাদের হাতে

দেখুন কি অসাধারণ ইনিংস

কার্ডিফ

নটিংহাম

১৯০ vs srilonka

Mohammad Ashraful 61(27) 2007 T20 World Cup

maiden century in BPL T20

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.