নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতির অ-আ বুঝি না। তবে ছোটো থেকেই বিএনপি আর আওয়ামীলীগ নাম শুনে এসেছি। উভয় দলই ইসলামকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আওয়ামীলীগের কথা বলতে পারি না, তবে শুনেছি তারাও নাকি জোট বেঁধেছিল জামাতে ইসলামির সাথে। আবার জোট গঠন করল বিএনপির সাথে। বিএনপি ক্ষমতায় গেল। তাদেরকে হাত করেই ক্ষমতায় গেল। কিন্তু কি দিল তাদেরকে? কমপক্ষে পাঁচ বছর তো ভালভাবেই ক্ষমতায় ছিল। জামাতে ইসলামি পাঁচ বছরে জোট সরকারের কাছ থেকে কী পেয়েছে? ইসলামিক রাজনৈতিক দল হিসেবে অন্তত শরয়ি আদালত কায়েম করতে পারত, সেটাও করল না। জানি না হয়ত পেরে উঠতে পারেনি। ইসলামি দল হিসেবে তাদের নামডাক তো ভালই, আকিদা বিশ্বাস নিয়ে অন্যদের সাথে কি আছে না আছে তা পরের বিষয়। তবে আওয়ামীলীগের আমলে তারা কঠিনভাবে মাইর খেয়ে গেছে, যুদ্ধাপরাধীর জিগির তোলে তাদের সাথে কঠোরতা করা হয়েছে। অথচ আওয়ামী ফ্যাসিবাদীদের জন্মদাতা জামাতকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল। ঘাদানিকের কারণে আওয়ামী সরকার তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়। তবে এতে আওয়ামীলীগও নিজেদেরকে স্বাধীনতার পক্ষ শক্তি হিসেবে মানুষকে দেখাতে পেরেছিল। সংগ্রামের আগে স্বার্থ নিয়ে ঘুরেঘুরে সময় কাটিয়ে অবশেষে জেলে গেল। নয়মাস কষ্ট করে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে আর দেশে ফিরে শাসক হয়ে গেল। এ হলো জাতির পিতার কাহিনি। কিছু বলতে চাই না। বেশি বললে আপনারা ক্ষেপে যাবেন। ইতিহাস কাউকে ছাড়ে না। একদিন আপনাকে আমাকেও ছাড়বে না। ইতিহাসে কার অবস্থান কী তা মানুষ ঠিকই বুঝে যাবে। আর হ্যাঁ ধামাচাপা আর মিথ্যা প্রোপ্রাগান্ডাও একসময় না একসময় প্রকাশ হয়ে যায়।
ওহ আমি বলছিলাম রাজনীতি আর ইসলামি দল নিয়ে। এই দেশে ইসলামি কোনো দলই টিকতে না পারা কিংবা তাদের দলগুলো ধ্বংস হয়ে যাবার কারণ কি তা আমি তো খুঁজতে যাই না। তবে আমি যা জানি, স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে মানুষ খেলে বেশি। এই বেশি খেলাখেলির কারণেই মাঠ থেকে দল সহ আউট হয়ে যায়। আউল ফাউল হয় সেটা তো পরের কথা। রাজনীতির মাঠে ইসলামি দলগুলোর খেলা ভাল নয়। তারা প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলে নিজেরা নিজেরা খেলতে থাকে। সেই জন্য অন্যরা তো জিতে যাবেই। তাছাড়া আরেকটা কারণ হলো, এই দেশে ইসলামি দলগুলোর পেছনে, এমনকি সারা বিশ্বের ইসলামি দলগুলোর পেছনে লেগে থাকে একদল দক্ষ খলনায়ক। যেই খলনায়কগুলো বিশ্ব নেতারা নিয়োগ দেয়। এই খলনায়কগুলোকে যতদিন না চেনা যাবে ততদিন এই দলগুলোর কপালে দুঃখ আর দুঃখ।
আমি কোন দল করিনা। বহুদল থেকে দাওয়াত পাইছি। কিন্তু আমার পেট খারাপ, তাই কোনো দাওয়াতই খেতে যাই না।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৩
ব্ল্যাক ফাইটার ওয়ান বলেছেন: ওই যে দেখেন না, অনেকেই রাজনীতি না শিখেই রাজনীতি করে ওই রকম আরকি।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
জেনারেশন৭১ বলেছেন:
সাড়ে ৮ বছরে এটি আপনার ২য় পোষ্ট, আপনি ব্লগে ২টি মন্তব্য করেছেন; আপনার ৩য় পোষ্ট কোন সালে আসবে?
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৩
ব্ল্যাক ফাইটার ওয়ান বলেছেন: আমি নিয়মিত ছিলাম না। বস্তুত আমি ব্লগে লেখার লোক নই। মাঝেমধ্যে লিখতাম। লেখার অন্য প্লাটফর্ম আছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
জেনারেশন৭১ বলেছেন:
আপনি যদি রাজনীতি না'বুজে থাকেন, রাজনীতি নিয়ে লিখছেন কেন?