![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনযুদ্ধে নেমে জীবিকার তাগিদে অনেক মানুষই বাধ্য হয় দেশান্তরী হতে। আর এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর একটা নাম “প্রবাসী”। কিন্তু সুন্দর জীবনের খোঁজে যাওয়া এই প্রবাসীরা কি আসলেই সুন্দর একটা জীবনের দেখা পায়? হয়তো কেও পায় কেও পায়না।আজ কিছু কথা বলতে চাই আমাদের প্রবাসী বাঙ্গালীদের নিয়ে……
যখনই বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির কথা আসে তখন সবাই একবাক্যে স্বীকার করে নেয় প্রবাসী বাঙ্গালীদের অবদানের কথা। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু কেমন কাটে এই প্রবাসীদের জীবন তার খবর কয়জন-ই বা রাখে? সরকার ও বা কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের? সমাজ-ই বা তাদের কি চোখে দেখে?
বস্তুত সমাজের প্রতিটি স্তরে চরমভাবে অবহেলা করা হয় আমাদের এইসব প্রবাসী ভাই/বোনদের। সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা তাদের কথা শুনলে নাক সিটকায় “কামলা” বলে। অনেক পরিবারও তাদের ছেলে/মেয়েদের প্রবাসীদের সাথে বিয়ে দিতে চায়না। এমনকি বছরের পর বছর যাদের জন্য তারা প্রবাসে সেই পরিবারও অনেক সময় তাদের ভুল বোঝে। তাদেরকে সবসময় আমরা এটা-ওঠা পাঠাতে বলি কিন্তু কখনো তাদের জিজ্ঞেস করিনা তাদের কিছু লাগবে নাকি? তারা যখন প্রবাস জীবনে অতিষ্ঠ হয়ে কিছু সময়ের জন্য দেশে এসে পরিবারের সান্নিধ্য পেতে চাই তখন আমরা তাদের “কি দরকার টাকা নষ্ট করে আসার” এই ধরনের কথাবার্তা বলে তাদের আসতে মানা করি।
সরকার ও তেমন কোন দৃষ্টি দেয়না তাদের উপর। প্রবাসে তাদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন থাকেনা বাংলাদেশী দূতাবাস। তাদের বিপদেও অনেক সময় তারা পাশে পায়না বাংলাদেশী দূতাবাসকে।
একদিন প্রবাসীদের সকল কষ্ট দূর হবে আমি এই স্বপ্ন দেখি। প্রতিটি স্তরে তারা পাবে তাদের প্রাপ্য সম্মান। জীবনযুদ্ধে নেমে জীবিকার তাগিদে অনেক মানুষই বাধ্য হয় দেশান্তরী হতে। আর এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর একটা নাম “প্রবাসী”। কিন্তু সুন্দর জীবনের খোঁজে যাওয়া এই প্রবাসীরা কি আসলেই সুন্দর একটা জীবনের দেখা পায়? হয়তো কেও পায় কেও পায়না।আজ কিছু কথা বলতে চাই আমাদের প্রবাসী বাঙ্গালীদের নিয়ে……
যখনই বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির কথা আসে তখন সবাই একবাক্যে স্বীকার করে নেয় প্রবাসী বাঙ্গালীদের অবদানের কথা। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু কেমন কাটে এই প্রবাসীদের জীবন তার খবর কয়জন-ই বা রাখে? সরকার ও বা কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের? সমাজ-ই বা তাদের কি চোখে দেখে?
বস্তুত সমাজের প্রতিটি স্তরে চরমভাবে অবহেলা করা হয় আমাদের এইসব প্রবাসী ভাই/বোনদের। সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা তাদের কথা শুনলে নাক সিটকায় “কামলা” বলে। অনেক পরিবারও তাদের ছেলে/মেয়েদের প্রবাসীদের সাথে বিয়ে দিতে চায়না। এমনকি বছরের পর বছর যাদের জন্য তারা প্রবাসে সেই পরিবারও অনেক সময় তাদের ভুল বোঝে। তাদেরকে সবসময় আমরা এটা-ওঠা পাঠাতে বলি কিন্তু কখনো তাদের জিজ্ঞেস করিনা তাদের কিছু লাগবে নাকি? তারা যখন প্রবাস জীবনে অতিষ্ঠ হয়ে কিছু সময়ের জন্য দেশে এসে পরিবারের সান্নিধ্য পেতে চাই তখন আমরা তাদের “কি দরকার টাকা নষ্ট করে আসার” এই ধরনের কথাবার্তা বলে তাদের আসতে মানা করি।
সরকার ও তেমন কোন দৃষ্টি দেয়না তাদের উপর। প্রবাসে তাদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন থাকেনা বাংলাদেশী দূতাবাস। তাদের বিপদেও অনেক সময় তারা পাশে পায়না বাংলাদেশী দূতাবাসকে।
একদিন প্রবাসীদের সকল কষ্ট দূর হবে আমি এই স্বপ্ন দেখি। প্রতিটি স্তরে তারা পাবে তাদের প্রাপ্য সম্মান।
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১
Blogger Abir বলেছেন: জ্বী ভাইয়া বাস্তবতা নিয়ে লেখার চেস্টা করছি ধন্যবাদ।
২| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়ে কষ্ট পেলাম।
মন্তব্যের সময় উপরের সবুজ অ্যারোতে ক্লিক করুন।।
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০
Blogger Abir বলেছেন: বাস্তবতা
৩| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি তো বাস্তববাদী। তাহলে হিমু হবার শখ হল কেন?? বাস্তব হিমুকে কেউ পছন্দ করে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮
আকতার আর হোসাইন বলেছেন: ভালো লিখেছেন। একেবারে আমার মনের কথাগুলো।
কতগুলো জিবনকে আলোকিত করতে, স্বপ্নকে বাস্তবায়িত করতে অর্থের সন্ধানে ছুটে বেড়ান এই প্রবাসী ভাইয়েরা। কষ্টকর হলেও সত্যি, তারা কতটা কষ্টে জীবন কাটায় সেটা কেউ দেখে না, দেখার চেষ্টাও করে না।
পরিবার পরিজনের মুখে যখন তারা হাসি দেখতে পায় তারা ভুলে যায় তাদের প্রবাস জিবনের কষ্টগুলো। কিন্তু এই প্রবাসীরা যাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়েছেন সেই তারাই যখন তাকে ভুল বুঝে তখন তার প্রবাস জিবনের যন্তণাকে ছাপিয়ে যায় প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া এই অপ্রত্যাশিত যন্ত্রণায়।