নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেরপা

দেখতে চাই ধরনী

মুনতাসির

আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম

মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

তুলাপরী এবং খালেদা জিয়ার গল্প

৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫১

আমার এক খালা ছিলেন, নাম তুলাপরী। কাতলাহার বিলের নাম অনেকেই শুনে থাকতে পারেন, কিন্তু জালশুকা গ্রামের নাম হয়তো কমই শোনা। সেই গ্রামেই থাকতেন আমার খালা। ছোটবেলায় আমি নিজেই তাকে দেখেছি—উনি সত্যিই পরীর মতো সুন্দর ছিলেন। তার বয়সীদের সঙ্গে যখন তিনি চলাফেরা করতেন, তাকে দূর থেকেই আলাদা করে চেনা যেত।

আমার এখনও মনে আছে, ততদিনে আমি এত শ্বেতবর্ণ, এত ফর্সা মানুষ আর দেখিনি। তখন আমি প্রাথমিকের একেবারে শুরুর দিকে পড়ি। বছরে দু-একবারই গ্রামে যাওয়া হতো—মেলা, পার্বণ কিংবা নৌকা বাইচ দেখার জন্য। তুলোর মতো ফর্সা বলেই হয়তো তার নাম হয়েছিল তুলাপরী।

এর কয়েক বছর পর তৃতীয় জাতীয় কাব ক্যাম্পুরী হয় গাজিপুরের মৌচাকে। আমি তখন প্রাথমিকের শেষ বছরে পড়ি, কাব স্কাউট। সারা বাংলাদেশের প্রায় সব জেলা থেকে কাব স্কাউটরা অংশ নিয়েছিল। আমিও আমার স্কুল থেকে গিয়েছিলাম।

ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী। বিশাল আয়োজন, কোলাহল, নিরাপত্তা—সবকিছুর মাঝেও আমার চোখে প্রথম যে বিষয়টি ধরা পড়েছিল, তা ছিল তার তুলোর মতো ধপধপে ফর্সা অবয়ব। অদ্ভুতভাবে, সেই মুহূর্তে তিনি আমার তুলাপরী খালার কথাই মনে করিয়ে দিয়েছিলেন।

আজ দু’জনই নেই। আমার তুলাপরী খালা অনেক আগেই চলে গেছেন। খালেদা জিয়ার বিদায়ের খবরটি সেই পুরোনো স্মৃতিটাকেই আবার সামনে এনে দিল। দু’জনেরই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৩

রাসেল বলেছেন: আল্লাহ তাঁর আত্মাকে শান্তিতে রাখুন। মানুষ মাত্রেই ত্রুটিপূর্ণ—জীবনের দীর্ঘ পথচলায় সে কখনো সঠিক সিদ্ধান্তে আলোকিত হয়, আবার কখনো ভুলের অন্ধকারে পথ হারায়। সাফল্য ও ব্যর্থতা, পুণ্য ও বিচ্যুতি মিলিয়েই মানবজীবনের পূর্ণতা; আর এই দ্বন্দ্বের মধ্য দিয়েই মানুষ আত্মসমালোচনা করে, পরিশুদ্ধ হতে শেখে এবং পরিণত হয়ে ওঠে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিদায় খালেদা জিয়া। সুখস্মৃতি নিয়েই শেষ যাত্রা করলেন। আওমীলীগের পতন দেখলেন, আবার তার দলকে নির্বাচনের পথে যেতে দেখলেন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০১

কিরকুট বলেছেন: গ্রামের নামটা সুন্দর। কোন জেলায় এটা।

৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৮

মুনতাসির বলেছেন: বগুড়া।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৩

বাকপ্রবাস বলেছেন: হাসিনার পতন দেখা যাওয়া খালেদার জীবনের পরম শান্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.