নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লমিং ফ্লাওয়ার

মিফতাহুল জান্নাত রুবাবা

লিখি,আঁকাআকি করি, ছবি তুলি

মিফতাহুল জান্নাত রুবাবা › বিস্তারিত পোস্টঃ

“আমার আমি”

১৩ ই মে, ২০২৩ রাত ১২:২১

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

না আমার জীবনে কোন বনলতা সেন নেই। আমি চাইও নিই কোন বনলতা সেনের মতো কাউকে ।আমার আমি হয়ে আছি আমি। পথে ঘুম পেলে কেউ পাশে না থাকলে কাধেঁর প্রয়োজন বোধ করলেও কাতরিয়ে উঠি না ,কোন জড় বস্তু ধরে নিজেকে সামলাই।
আমি আমার গল্পের জীবনানন্দ ,আমিই আমার গল্পের বনলতা ।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৩ রাত ২:০০

চারাগাছ বলেছেন:
দুই ঘন্টা আগে ব্লগ খুলে প্রথম পোস্টেই প্রথম পাতা?
এমন নজিরবিহীন ঘটনা এর আগে ঘটেছে কিনা জানা নেই!

যাইহোক অভিনন্দন। কয়েকটা বানান ভুল আছে ঠিক করে নিয়েন।
জীবনানন্দ বানানটা একেবারে চোখে লাখছে। এ ব্যাপারে কিছু মনে করবেনা। আমারো হয়।

শুভ ব্লগিং।

১৩ ই মে, ২০২৩ রাত ২:১০

মিফতাহুল জান্নাত রুবাবা বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

২| ১৩ ই মে, ২০২৩ রাত ৩:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি পুরষ নাকি নারী?

৩| ১৩ ই মে, ২০২৩ ভোর ৪:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘুমুতে ঘুমুতে ব্লগ দেখছি। আপনাকে অতিদ্রুত সেফ করার জন্য মডুমনিকে ধন্যবাদ। আমার সেফ হতে অনেক সময় লেগেছিল।

৪| ১৩ ই মে, ২০২৩ দুপুর ১২:২৩

শায়মা বলেছেন: সুন্দর লেখা। মানে এইভাবেই আমি লিখতে শুরু করেছিলাম মনের ভেতরের কথা।


আর মহাজাগতিক ভাইয়ার কমেন্ট দেখে অনেক হাসছি।

হা হা মডুমনি ...... হা হা হা মডুমনিভাইয়া হলে আরও ভালো হত! :P

১৩ ই মে, ২০২৩ দুপুর ১:৩৬

মিফতাহুল জান্নাত রুবাবা বলেছেন: ধন্যবাদ

৫| ১৩ ই মে, ২০২৩ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা!
প্রথম পোস্ট হিসেবে এই পোস্টটা আরেকটু বিশদ এবং নির্ভুল বানানে হলে ভালো হতো।

১৩ ই মে, ২০২৩ রাত ৯:৫৮

মিফতাহুল জান্নাত রুবাবা বলেছেন: ধন্যবাদ। ইংশা আল্লাহ খেয়াল রাখব বানান যাতে ঠিক থাকে।

৬| ১৩ ই মে, ২০২৩ রাত ৯:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার প্রথম পোষ্টই আলোচিত পাতায়। দেখে ভালো লাগছে।

১৩ ই মে, ২০২৩ রাত ৯:৫৭

মিফতাহুল জান্নাত রুবাবা বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১৪ ই মে, ২০২৩ রাত ৮:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: ব্লগে স্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা।

হ্যাপি ব্লগিং।

৮| ১৬ ই মে, ২০২৩ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগে স্বাগতম । আপনি ব্লগের পরিচিত কেউ হয়তো তাই প্রথম পাতায় প্রথম দিনেই স্থান পেয়েছেন আপনাকে অভিনন্দন

১৬ ই মে, ২০২৩ দুপুর ১:০৬

মিফতাহুল জান্নাত রুবাবা বলেছেন: না আমি পরিচিত কেউ না। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.