নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী। ‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি! গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি! স্বরাজীরা ভাবে নারাজী,নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি! © কাজী নজরুল ইসলাম
১.
নেতাঃ আমাদের (মহিলা দলের নাটোরের) কমিটি ভালই হয়েছে তবে বনলতা সেন কে বাদ দেওয়া ঠিক হয় নি। (মৃদু কৌতুক)
মহিলা নেত্রীঃ স্যার বলেন কি! ওঁ কি আমাদের দলের যোগ্য কর্মী? বাদ পড়েছে?
নেতাঃ (হেসে হেসে) বলেন কি আপনি! চিনেন না? ঐ যে- বনলতা সেন, পাখির নীড়ের মতো গোল গোল বড় বড় চোখ!
এবার মহিলা একটু বিপর্যস্ত হলেন। কেননা, বুঝতে পারছিলেন না- কে এই বনলতা সেন? অথচ উনি ছিলেন বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের বইয়ের অগাধ পড়াশোনার ধারক ও বাহক। তাঁর ছিল ডক্টরেট।
কে একজন ঠাট্টা করে বললেন, না আপা, মহাসচিব সাহেব আপনার সাথে দুষ্টুমি করেছেন।
(মহিলাকে আমি ব্যক্তিগতভাবে চিনি)
২.
Student politics and other topics in the sixties বইটা হাতে নিয়েছিলাম। ভেবেছিলাম, এটা এই বছরের শেষ বই। কিন্তু ৪৫ পৃষ্টা পড়ার পর বুঝতে পারলাম আপাতত বাম রাজনীতির এত ভারি ভারি আলাপ মাথায় ডুকবে না। রেখে দিলাম। অর্থাৎ এ বছর আমার পড়া শেষ বই "Student politics and other topics in the sixties" না, বরং অন্য একটা বই (কাল রাতে শেষ হয়েছে)। নামটা যথাসময়ে বলব। আজ আমার বন্ধু ফোন করে জানতে চাইল-
বন্ধুঃ তোমার পড়া সর্বশেষ বই কোনটা?
আমিঃ নাম বলা নিষেধ। তোমার কোনটা?
বন্ধুঃ তুমি বইয়ের নাম বলবা না, তাহলে আমি বলবো কেন?
আমিঃ আরে আমি তো বললাম, নাম বলা নিষেধ। এবার তোমারটা বলো।
বন্ধুঃ সত্যি করে বলো তো, খারাপ বই নাকি?
আমিঃ হ্যাঁ, খারাপ বই। প্রিন্ট টা খুবই খারাপ। খুব আগের তো। লাস্ট সংস্করণ ২০০১ সালে!
শেষে বন্ধুকে বললাম, বন্ধু বইটার নামই, "নাম বলা নিষেধ"। লিখেছেন- এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বন্ধু এবার ফিক করে হাসল। বলাই বাহুল্য প্রথম ঘটনাটি (১) "নাম বলা নিষেধ" বই থেকে নেওয়া।
[বুঝা-নাবুঝার মাঝখানে একটা জায়গা আছে। তবে বুঝতে বেশি সময় লাগে না। বিষয়টা খুব মজার। এটার একটা নাম আছে। বলা যাবে না। নাম বলা নিষেধ।]
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ।
পড়ার সময় অামিও অনেক হা হা হা করেছি।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: নাম বলা নিষেধ, তাই না বলে চলে গেলাম।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
বন্ধু শুভ বলেছেন: হ্যা বললে না, না বললে হ্যা ।।
ব্যাস হয়ে গেল।।।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: নাম বললে চাকরি থাকবে না।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
বন্ধু শুভ বলেছেন: তবে না বলাই উত্তম
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
বিজন রয় বলেছেন: তোমার নাম কি? কবোনা।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
বন্ধু শুভ বলেছেন: অামাক কতে কয়েচি? কলে পরে তোমাক চাকরি থাকতয় না।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
বিজন রয় বলেছেন: তার না হলো "কবোনা" ধরতে পেরেছেন?
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
বন্ধু শুভ বলেছেন: এবার ধরেছি
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।