নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী। ‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি! গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি! স্বরাজীরা ভাবে নারাজী,নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি! © কাজী নজরুল ইসলাম
প্রিয় জাস্টফ্রেন্ড,
জীবনের তীব্র প্রেমের দিনগুলোতে কতই-না সতেজ ছিল মন, চঞ্চল ছিল আমার আচরণ। অথচ আজ যখন ভাবতে বসি তখন বুঝি, আসলে আমার ঐসব দিনগুলো মূলত ছিল মৃত। আমি সুন্দরকে নমস্কার করতে গিয়েছি, সৌন্দর্যকে পূজা করতে চেয়েছি। প্রকৃতপক্ষে আমি যতই অন্তরের অন্তস্থল থেকে নমস্য করতাম, তবুও আমি পূজক ছাড়া কিছুই ছিলাম না।
শুনেছি ব্যতিক্রম বাদে প্রায় সকল প্রেয়সী তার চারপাশে কিছু ভ্রমরের আনাগোনা পছন্দ করে। স্বাভাবিকভাবে আমার দেখা হয়েছিল ব্যতিক্রম নয় এমন একজনের সাথে। অর্থাৎ আমিও বহু ভ্রমরের মাঝে একজন।
অথচ আজ নৈঃশব্দবেলার অনুচ্চারিত প্রেমের দিনগুলোতে আমি আছি পূর্ণ সতেজ। মনে হচ্ছে সময়ের পরেও আমার দিনগুলো হবে চরমসত্য ও চিরমহান। যদিও আজকের এই দিনগুলি সম্পর্ক আর সম্পর্কহীনতা'র মিশ্রনের ; তবুও।
আগেকার সময়ের চেয়ে এখন সময়ে খুব বেশি বহুগামিতার। প্রায় প্রতিটি মানুষ চলে অপশন নিয়ে। ফেসবুকে আলাপ (চ্যাট) করে বহুজনের সাথে, একই সময়ে। তবু আজ নৈঃশব্দবেলায় মনে বড় জোর পাই এই ভেবে, "একরৈখিক ধারায় বয়ে চলা এই নদীতে কোন এক ডুবুরি নিশ্চয়ই পাবো- যে বিশ্বাস করে এককতায়, এককের স্বকীয়তায়। পাবো, দৃঢ়তম বিশ্বাস- নিশ্চয়ই পাবো।"
প্রিয় জাস্টফ্রেন্ড,
ভালো থেকো। আমি ভালো আছি।
.
শুভেচ্ছা জেনো-
তোমার শুভেন্দু দা
২৮ ভাদ্র ১৪২৬
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩১
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ দাদা।
চিঠিগুলো যে জাস্টফ্রেন্ডের কাছে পৌছাচ্ছে এমনটা জোর দিয়ে বলা যায় না। তবে হয়তো একদিন তার চোখে আসবে এই বিশ্বাস মনে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে মনের আবেগ প্রকাশ হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর প্রকাশ।
কৌতূহলী পাঠকমন জানতে চাইছে, চিঠিগুলা কি জাস্টফ্রেন্ড পর্যন্ত পৌছাচ্ছে?! লেখক কি জানাবেন?!