নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী। ‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি! গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি! স্বরাজীরা ভাবে নারাজী,নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি! © কাজী নজরুল ইসলাম
দিন গেল তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও…ও…ও…
দিন গেল তোমার পথ চাহিয়া।।
যার লাগি তরী বেয়ে যায়
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই অচেনা সুরে
বুঝি না কেবা আপন কে বা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও…যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও…ও…ও…
দিন গেল তোমার পথ চাহিয়া।।
যারে ভাবি প্রতি রাতে
কার ইশারাতে
তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই প্রতিটি প্রহর
কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও…যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও…ও…ও…
দিন গেল তোমার পথ চাহিয়া।।।
গানের লিংক:
Din gelo tumar poth chahiya
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ দাদা
৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ দিদি
৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪০
রাফি বিন শাহাদৎ বলেছেন: ভাল লাগল
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
বন্ধু শুভ বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
নুরহোসেন নুর বলেছেন: হাবিবের কন্ঠে অসাধারণ একটি গান,
আমার ফেভারিট গানের একটি।