নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মুক্তি আমার আলোয় এই আকাশে আমার মুক্তি ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে

বন্ধু শুভ

আনকোরা যত নন্ভায়োলেন্ট নন্-কো’র দলও নন্ খুশী। ‘ভায়োরেন্সের ভায়োলিন্’ নাকি আমি, বিপ্লবী-মন তুষি! গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কন্ফুসি! স্বরাজীরা ভাবে নারাজী,নারাজীরা ভাবে তাহাদের আঙ্কুশি! © কাজী নজরুল ইসলাম

বন্ধু শুভ › বিস্তারিত পোস্টঃ

সাতকাহন : টুকরো চিন্তন (শেষ পর্ব)

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮



৪১. পৃথিবীতে মানুষের বসবাস কখনোই তার মনের মতো হয় না।

৪২. জীবনযাপন বড় সরল ব্যাপার, যদি মানিয়ে চলতে পারো। হংসের মতো দুধটুকু খেয়ে জলটুকু ফেলে দাও, গায়ে মেখো না। কিংবা দুটিকে মিশিয়ে জটিল করতে যেও না।

৪৩. সংসারে থাকবে সন্যাসীর মতো। স্পর্শ করবে কিন্তু ধরবে না। এই আলগাভাব যে যত ভালো রাখতে পারবে তার তত ঝামেলা কম।

৪৪. এই হলো জীবন, উঁচু নিচু আছে। সবসময় একই নিয়মে একই পথে চলে না। মেনে নিতে হয়।

৪৫. ভালোবাসা প্রতিমুহূর্তে প্রতিপালিত হতে চায়। তাকে আগলে রাখতে হয়।

৪৬. দুটো মানুষ পরস্পরকে ভালোবেসে অপেক্ষা এবং নিজেদের মন যাচাই করে যখন একত্রিত হয়। তখন সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব দু'জনের ওপর এসে যায়। পৃথিবীসুদ্ধ মানুষ আশা করে তারা শান্তিতে বসবাস করবে। একটি মানুষের ব্যবহার, দৃষ্টিভঙ্গি যে জীবনের ঘাতপ্রতিঘাতে পাল্টে যেতে পারে সেটা সচরাচর কেউ মানতে চায় না। পুরনো ছবির সাথে নতুন ছবির গরমিল হলেই সমালোচনার ঝড় ওঠে।

৪৭. কিছু সম্পর্ক- আছে বললে ভুল বলা হয় আর নাই বললে মিথ্যা বলা হয়।

৪৮. বয়সকালে প্রেম হলে মানুষ অন্ধ হয়ে যায়।

৪৯. নদীর স্রোতে কোন জল কখন বয়ে যাচ্ছে সেটা নিয়ে চিন্তা না করে দেখা দরকার স্রোতটা ঠিকঠাক আছে কি^না।

৫০. কৃতজ্ঞতাবোধ মানুষকে দুর্বল করে।

৫১. মানুষ কখনো কখনো ভীষণ একা, শূন্য চরাচরে নিষ্পত্র একক গাছের মতো নিঃসঙ্গ।

৫২. স্বপ্নে যা রঙিন, সুন্দর, বাস্তবে তার ঠিকঠাক রঙ খুঁজে পাওয়া মুশকিল।

৫৩. সুখের স্মৃতি থেকেও একধরনের দুঃখের রস ক্ষরিত হয়।

৫৪. আলাপ থেকে মেলামেশা হতে বাধ্য।

(সমাপ্ত)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মরাত্মক চিন্তা এবং দর্শন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৪

বন্ধু শুভ বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৬

নেওয়াজ আলি বলেছেন: দক্ষ বুননে কমনীয় প্রকাশ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৫

বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা মালা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৬

বন্ধু শুভ বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.