নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম হলো শান্তির বাণী।।।।\nfacebook id www.facebook.com/mujib.boksh

বকস মুজিব

আমি খুব সাধারণ একজন মানুষ। আমি মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।।।

বকস মুজিব › বিস্তারিত পোস্টঃ

আসুন শিরক থেকে বাঁচি

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

মুসলমান ভাই ও বোনেরা গল্পটা মনযোগ
সহকারে পড়ুন---।

এক লোক দুইটা ছাগল নিয়ে যাচ্ছে।...
তাকে জিজ্ঞাস করলাম ---
-চাচা ছাগল কোথায় নিয়ে যাচ্ছেন?
-***** বাবার মাজারে দান করব।
-আপনি হিন্দু নাকি মুসলিম??
-জ্বী,মুসলিম।
-আচ্ছা চাচা এসকল দরবারে, মাজারে
মানত করলে,দান করলে কি হয়??
-সে তোমার মনের আসা পূরন করবেন।...
-আপনার টা কি পূরন হইছে?
-না তবে সকলে বলে তাই আমিও
আসলাম।...
(অবাক হলাম,কি বলে এইসব.?? দান
করলে,মানত করলে নাকি সব পাওয়া
যায়।
লোকটা নিজেও জানেনা, কারও
কাছে শুনার পরে সেখানে যাচ্ছে)
-
দেখলেন তো আমাদের অবস্থা--।
আপনি রাস্তার পাশে একটা পাথর
রেখে দেন।
এর উপরে কিছু লিখে দিন আরবি
ভাষায়....
পাথর এর চারকোণা তে চারটা লাল
কাপড়ের পতাকা লাগান....।
কিছুদিন পরে দেখবেন সেখানে কি
হয়??
দেখবেন সেখানে এসে মানুষ
মোনাজাত নিচ্ছে,সেজদাহ করছে।
আরও কতোকি.....
****
হায়রে মানুষ কি যে করে যে
তোমাকে সৃষ্টি করলেন,
দূনীয়াতে আনলেন।
তার কাছে সেজদাহ না করে তার
কাছে না চেয়ে তা তুমি করছো
পাথরের সামনে....।
***
আসলেই সব আমাদের মনোভাব।...
মহাণ আল্লাহ বলে দিয়েছেনঃ
""তোমারা মানবজাতি শুধু আমার
ইবাদত করবে""
-
কে মানে??
-
আপনি মাজার গুলাতে যান ভাল মত সব
ঘুরে দেখেন।
কি হচ্ছে সেখানে,সেখানে তো
পাগলের মত অনেক মানুষ দেখতে
পাওয়া যায় শরিরে একটা লালসালু
পেঁচানো...
-
রাতে তারা কি করে জানেন??
রাতে শুরু হয় তাদের নেশা করা...
সারারাত নেশা করে আর সারাদিন
ঘুমায়।..
****
আচ্ছা আপনি, আমি সাধারন মানুষ মরে
গেলে কি মাজার হবে??
হবেনা কারন আমারা মাজারের
বাবাদের মতো জ্ঞানী নয়...
তারা হয়তো অনেক কিছু জানতো তাই
তাদের কবরে বানানো হয়েছে
মাজার,দরগাহ ইত্যাদি....
***
এগুলা একটাও মুসলানদের পক্ষে না।...
ইসলাম এসব হারাম করেছে।।...
আর আমরা আমল করি...
-
আল্লাহর সাথে তুলানা করা মানে
শিরক করা এর জন্য শাস্তি পেতে হবে
কঠোর শাস্তি...।
-
আচ্ছা মাজার বাদ দেন...
**
মসজিদ তো আল্লাহর ঘর...।
এখানে কোন কিছু দান করলে তো
শিরক হবেনা..
কিন্তু কয় জনেই বা মানে??
শুক্রবার এ জুমার নামাজের শেষে যখন
টাকা উঠানো হয় তখন কয় জনেই বা
টাকা দেয়...
বেশি না ৫ টাকা দিতেও চায়না...।
টাকাটা উঠানো হয় মসজিদের কাজের
জন্যই।
কিন্তু কেউ দেয়না পরে দেখা যায় সে
মাজার, দরবারে গিয়ে ঠিকই দান
করছে...।
****
অনেকের কাছে আমার কথা গুলো ভাল
নাও লাগতে পারে...
এর জন্য আন্তরিক ভাবে দুঃখীত...
-
তবুও সকলের কাছে একটা অনুরোধ রইল
কেউ আল্লাহর সাথে শিরক করবেন
না---।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:
রাতে নেশা করে, দিনে ঘুমায়; এসব লোকদের পরিবার নেই, বাড়ীঘর নেই, সংসার নেই; সেটার কি করবেন?

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

বকস মুজিব বলেছেন: আল্লাহর পথে থাকলে আল্লাহ একটা পথ দিবেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.