![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ একজন মানুষ। আমি মুসলিম এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।।।
আশ্চর্য বিষয় হলো এমন একটা তথ্য আছে যা ছোট্ট শিশুও জানে অথচো বিজ্ঞান তা জানেনা!স্কুলে পড়ুয়া ছোট্ট শিশুও নিশ্চিত জানে তাকে সহ সবাইকে একদিন মরতে হবে কিন্তুু বিজ্ঞানও এই সহজ কথাটি বলতে অক্ষম!আরো আশ্চর্য যে একমাত্র ইসলাম মৃত্যু সম্পর্কে যত স্পষ্ট করে বলেছে আর কোথাও এত স্পষ্ট করে বলা নেই!পবিত্র কোরআনে সুরা বাকারায় আল্লাহ্ বলেন,"প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে "!অথচো এই সহজ কথাটি এত জোর দিয়ে এত নিশ্চিত করে আর কেউ বলতে পারেনি কারণ যে কেউ একথা বলা মাত্রই তাকে জিজ্ঞেস করা হবে,কেন নিশ্চিতভাবেই সবাইকে মরতে হবে?এর কারণটি কি?ব্যাখ্যা কি?আল্লাহ্ যেমন নিশ্চিত মৃত্যুর সংবাদ দিয়েছেন তেমনি কারণও বলেছেন!যেমনঃ সূরা মূলক এ আল্লাহ্ বলেন, "আমি জীবন এবং মৃত্যু এজন্য সৃষ্টি করেছি যাতে পরীক্ষা হয় কে আল্লাহর আদেশ,নিষেধ মেনে চলতে বেশি অগ্রসর " পৃথিবীর আর কোনো ধর্ম এমনকি বিজ্ঞানও এত সুস্পষ্ট করে মৃত্যু সম্পর্কে বলতে পারেনি!যা বলেছে সব অস্পষ্ট,ভাষা ভাষা!প্রাণীর মৃত্যু কেন হবেই,এ ব্যাপারে বিজ্ঞানের কি বলার আছে?দেহকোষ বা মস্তিস্কের কোষ নষ্ট হয়ে যাওয়ার জন্য?কিন্তুু না,বাস্তবে তা ঘটেনা!চিকিৎসা বিজ্ঞান মৃত্যুর কারণ হিসেবে একথাও বলতে পারেনা!মস্তিস্ক ঠিকমতো ফাংশন না করায় মৃত্যু ঘটে?এটাও বিজ্ঞান বলতে পারবেনা কারণ মানব শরীরের মস্তিস্ক,হৃদপিণ্ড,ফুসফুস,বৃক্ক ইত্যাদি যে কোনো অঙ্গ ড্যামেজ হলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান তা সনাক্ত করতে সক্ষম এবং তার কারণ নির্ণয় করে সারাতেও সক্ষম এমনকি প্রয়োজন হলে যে কোনো অঙ্গ বা অংশবিশেষ পরিবর্তন করে দিতেও সক্ষম!এমনকি মৃত্যুর পরও প্রাণীর শরীরকে চলাচলের মত কর্মক্ষম করতে সক্ষম!কিন্তুু চিকিৎসক বা বিজ্ঞানী যা পারবেনা তা হলো মৃত শরীরটাকে রিস্টার্ট করা!অথচো দুর্ঘটনায় মৃত ব্যাক্তি ছাড়া স্বাভাবিকভাবে মৃত ব্যাক্তির শরীরের সবকিছুই অক্ষত থাকতে পারে!এমন নয় যে মৃত্যুর সাথে শরীরের কোনো অঙ্গ বের হয়ে চলে যায়!তাহলে আধুনিক বিজ্ঞান একে রিস্টার্ট করতে অক্ষম কেন?এমন বহু মৌলিক প্রশ্নের কোনো সদুত্তর নাই বিজ্ঞানের কাছে!বিজ্ঞান সরাসরি আত্মাকে অস্বীকার করে কারণ আত্মার কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবেনা!কিন্তুু এ অস্বীকারের মাঝে কোনো বাহাদুরী নেই আছে শুধু ব্যাখ্যা করতে না পারার অক্ষমতা!অথচো সকল ধর্মই আত্মায় বিশ্বাস করে!আল্লাহ্ কুরআনে বলেছেন,আত্মা হলো আল্লাহর হুকুম!ইসলামের বক্তব্য অনুযায়ী আত্মা অদৃশ্য।আত্মাই জীবন।দেহে যতদিন আত্মা থাকে ততদিনই প্রাণী জীবিত থাকে।মৃত্যুর সময় শরীর থেকে আত্মা বেরিয়ে যায় যা আর কেউ ফিরিয়ে আনতে পারবেনা!এসকল কথাকে ভুল প্রমান করতে হলে মৃত প্রানীকে জীবিত করে বা রিস্টার্ট করে তা প্রমাণ করতে হবে বিজ্ঞানকে!বিজ্ঞানের সে সক্ষমতা কি আছে?
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
বিজ্ঞান বলতে কেহ নেই, উহার কোন ক্ষমতা নেই।
মানুষের লজিক্যাল ভাবনা হলো বিজ্ঞান; বিজ্ঞানে সবকিছুর ব্যাখ্যা আছে; প্রশ্ন হলো, আপনি বিজ্ঞান পড়ছেন কিনা?
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
চল পাখি বলেছেন: বিজ্ঞান একটা ভূয়া
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
বকস মুজিব বলেছেন: ধন্যবাদ ভাই গেম ও চাদ। না ভাই আমি ইতিহাসের ছাএ
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭
গেম চেঞ্জার বলেছেন: নাই ।
বিজ্ঞানের কাজ হলো কোন ঘটনার ব্যাখ্যা দেয়া । কোন বিশেষ বিষয়ের ব্যাখ্যা কাঁধে নেওয়াটা তার কাজ না । এটা তো একটা অনুষঙ মাত্র । আপনার চিন্তাভাবনাটাই আসল । অনুভুতিসমুহের সমষ্টিই হলো আপনার অস্তিত্ব । বস্তু বা দেহ কেবল সীমিত ব্যাপার ।