![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ হতে ১৫/২০ বছর আগে গ্রামে/গঞ্জে দেখেছি ধর্মীয় কথা বললে সবাই ঐক্যবদ্ধ। নামাজ, মিলাদ, মাহফিল, ঈদ সব উনুষ্ঠানে সবাই একজামাতে অংশগ্রহন। আর এখন কালাটুপি, সাদাটুপি চোক্কাটুপি, দাড়াইয়া, বইয়া, হুইয়া, ওহাবী, খারেজী, মোহাম্মদি, লা-মাজাবী,গাট্টিওয়ালা আরো যে কতো কি। বলতে পারেন, এতো মত/বিমতের রহস্য কি?
আমার মতে---
*মুসা (আ উম্মতগনের দল(ভাগ) ছিলো ৭২টা আর আমার উম্মতগনের দল হবে ৭৩টা।
-হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)
*একটা কালো বকরীর মধ্যে যে পরিমান সাদা পশম/লোম থাকে আমার উম্মতের সে পরিমান জান্নাতে প্রবেশ করবে।
-হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
ধর্মের সঠিক কোন আকার, বা প্রকৃতি নেই; যে যেইভাবে পারেন, সেইভাবে বুঝেন
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আগে মানুষ আরবি তেমন বুঝতো না। এখন আগের চাইতে ভালো বুঝতেছে। ফলে, মতপার্থক্য সৃষ্টি হচ্ছে।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার যে হাদিসগুলো কারণ হিসেবে বললেন এগুলা কারণ হতে পারে না। এগুলা ভবিষ্যৎ বানী বা অনুমান। এই হাদিস অনুসরণ করে মানুষ বিভক্ত হচ্ছে- এমনটা বলা যথাযথ হবে না।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
আবু তালেব শেখ বলেছেন: দলাদলি'র কারনে ইসলাম আজ বিভক্ত হয়ে পড়ছে। ভবিষ্যত আরো ভয়াবহ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০
এ.এম.হাসানুজ্জামান বলেছেন: পৃথিবীতে প্রায় ১।৮ বিলিয়নের বেশি মানুষের বসবাস। তার মধ্যে ২৪।১% মুসলিম, যা পৃথিবীর ২য় ধর্মালম্বী গোষ্ঠী। আজ ধর্মের দল বিদলের কুদাকুদিতে মুসলিম ধর্মালম্বীরা বিভিন্ন দেশে নির্যাতিত,অপদস্ত, অপমানিত।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: ক্যান এখনও শীতের সিজনে প্রতিটা গ্রামে ওয়াজ মাহফিল হয়। ঢাকা থেকে বড় বড় আলেম ভাড়া করে নিয়ে যায়।