![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ৯১ থেকে নির্বাচনের আগ মুহুত্বে গ্রাম গঞ্জের চিত্র দেখে আসছি, সেখানের রাতে নির্বাচনী ওয়ার্কিং অভিজ্ঞতা থেকে বলছি। রাতে নেতারা বাড়ীতে বাড়ীতে ভোটের জন্য ওয়ার্কিং করতে গেলে দেখা যেত বাড়ীর কর্তা বলতো কেন আসছেন,ভোট তো আপনাদেরকেই দেবো। কিছুক্ষন পর অন্য দলের নেতারা ভোটের জন্য গেলে একই সুর। আবার অনেক বাড়ীতে বাড়ীর সব ভোটার মিলে লিষ্ট করে রাখতো এবং দাম হাঁকাতো এতো হলে আমাদের সবগুলো ভোট পাবেন। এখানে দল বি-দল ,ভালো লোক/মন্দ লোক প্রশ্ন না, সেখানে টাকাটাই মুর্খ্য। দেখা গেল ভোটাররা ইচ্ছে মতো নেতাদের সাথে লুটো-পুটি খেলে ভোট কেন্দ্রে যাওয়ার পথে যে ১০০-১০০০ পর্যন্ত ধরিয়ে দিল ভোটের সীলটা সেখানেই পড়ল। হ্যাঁ এটা অস্বীকার করার মতো নয় যে, দেশে মোট ভোটারের ৩৫-৪০% ভোটার তার পছন্দের দল ভালো কিংবা খারাপ সেটা বিচার করবেনা অন্ধের মতো সীলটা সেখানেই মারবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: ভোট- রাজনীতি এসব নিয়ে মাথা না ঘামানোই ভালো।