নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান আর এই মূল্যবান মুহূর্ত গুলো নষ্ট করা উচিৎ নয়।

আন্নীআক্তার৭৮৬

আমি খুবই অল্প ভাষী মানুষ। তাও ব্লগটি ওপেন করলাম দেখি কিছু লিখতে পারি কিনা

আন্নীআক্তার৭৮৬ › বিস্তারিত পোস্টঃ

আজ আমার শুভ জন্মদিন!!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২


আজ আমার শুভ জন্মদিন!!!!
কথাটা শুনে একটা মৃদু ভালো লাগায় মন ভরে যায়না এমন মানুষের সংখ্যা নগণ্য। মানুষ যেদিন জন্ম নেয় সেদিনটাকে একান্তই তার নিজের ভাবে, এ তারিখটার সাথে আলাদা একটা টান সে অনুভব করে। এদিন সে এই সুন্দর পৃথিবীতে এসেছিল। সেদিন সবাই তাকে মনে করে অভিবাদন জানায়, উপহার দেয়। আরো অনেক মানুষের মনের মধ্যে আমার একটা স্থান আছে – এই বোধ মানুষকে যত সুখী করে, অন্য কোন কিছুই তাকে এতটা পরিতৃপ্ত করেনা। জন্মদিনের আবেদনটা তাই স্বাভাবিকভাবেই অনেক পরিব্যপ্ত।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন:

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: রাজীব নূর আপনাকে ধন্যবাদ ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

অচেনা হৃদি বলেছেন: :)
প্রথম পাতায় স্বাগতম!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

কামরুননাহার কলি বলেছেন: হ্যাপি বার্থে আপি। ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: কামরুননাহার ধন্যবাদ

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

এখওয়ানআখী বলেছেন: জন্মদিন শুভ হোক। আরে শুধু জন্মদিন কেনো! সবদিন শুভ হোক তোমার জন্য। স্বাগতম

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: এখওয়ানআখী আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

ভাইয়ু বলেছেন: শুভ জন্মদিন...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

কাওসার চৌধুরী বলেছেন:
শুভ জন্মদিন; আপনার লেখা প্রথম পাতায় যাচ্ছে দেখে খুশি হলাম৷আশা করবো এবার মনের আনন্দে সুন্দর সুন্দর পোস্ট লিখে সামুকে সমৃদ্ধ করবেন; এখানে যত ভাল লেখবেন তত বেশি সহযোগিতা পাবেন৷আর কমেন্টে এবং প্রতি উত্তরে নিজের দক্ষতার সাক্ষর রাখতে হবে৷(ধন্যবাদ)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: আমাকে উৎসাহিত করার জন্যে এবং আপনার মূল্যবান উপদেশ এর জন্যে ধন্যবাদ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

লাবণ্য ২ বলেছেন: শুভ জন্মদিন আপু!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: আসলেই সবার আবেদনে আমার মন পরিব্যাপ্ত, ধন্যবাদ লাবণ্য ২

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শুভ জন্মদিন।
অশেষ শুভকামনা।।

তবে ফেবুর মত ব্লগেও জন্মদিন পালনের রেওয়াজ কবে থকে চালু হল জানা নাই। বিশেষ করে নিজের.........???

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন আপনাকে। ভালো থাকুন আনন্দে থাকুন লিখে লিখে সারা বিশ্ব আলোকিত করুন । :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: সেলিম আনোয়ার, এত শুভেচ্ছা পাবো ভেবে পোস্ট টি লিখিনি। আশা থেকে বেশি পেয়েছি। ধন্যবাদ আপনাকে ।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন, শুভকামনা রলো, ভালো থাকুন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: চাঁদগাজী, আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: কেক নাই, পার্টি নাই, খালি মুখে কিসের জন্মদিন! এই জন্মদিন মানি না, মানব না।

দুই দফা দাবী:

সবার জন্য কেক
আর পার্টি


এই দাবী দুটো মানা হলে জন্মদিন পালন করতে পারি

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: ওহঃ পার্টি তো শেষ। এবার থাক, নেক্সট টাইম আপনাকে আমন্ত্রণ করবো।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

শাহাদাত নিরব বলেছেন: শুভ জন্মদিন
জীবনের প্রতিটি দিন হোক কল্যানময় ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: জন্মদিনটি শেষ, মন্তব্য করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.