| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল ৮.৩০ এ আবারো আসলাম ডং মং ব্যাংকক এয়ারপোর্ট এ। সেখান থেকে আবারো শাটাল বাস এ সুবরনভুমি এয়ারপোর্ট। সেখান থেকে ১ ঘন্টা পর পর বাস যায় পাতায়া। অন্ন অঙ্ক ভাবে যাওয়া যায় তবে খরচ বেশি পরে। এয়ারপোর্ট থেকে ২০০ বাথ এ অনেক সুন্দর এ।সি বাস যায় পাতায়া। সকাল ১০ টা বাস পেলাম না, ১১ টার ২ টা টিকিট পেলাম। ১ ঘন্টা হাতে পেয়ে সকালের নাস্তা টা সেরে নিলাম। ১১টায় রওনা হলাম পাতায়া এর উদ্দেশ্যে। ২ ঘণ্টার রাস্তা। ১.৩০ এর মধ্যে পাতায়া তে আসলাম। পাতায়া এবং ব্যাংকক এ আমাদের ট্যুর প্লেনার ছিল এশিয়ান হলিডেইস। হোটেল এ পৌছালাম।হোটেল ব্রেভিলি প্লাজা। দুপুরে ফ্রেশ হয়ে খেতে গেলাম হোটেল এর রেস্টুরেন্ট এ গেলাম। ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আসলে পুরো হোটেল টাই ছিলো ইন্ডিয়ান। এশিয়ান হলিডেজ এর একজন লোক আমাদের সাথেই ছিলো।
আমরা বের হলাম। ১ম গেলাম ডায়ামন্ড ফ্যাক্টরি দেখতে। অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রাখা আছে বিভিন্ন দামি পাথর দিয়ে। সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। সেখান থেকে বের হয়ে গেলাম পাতায়া বীচ এ। সন্ধ্যাটা সেখানেই পরলো। কিছুক্ষন থেকে রওনা হলাম কিছুক্ষন বাদেই। পাতায়া এর সবচেয়ে বড় শো আল্কাযা শো দেখার জন্য। আমার ভালোই লাগলো পুরো শো। টিকিট এর দাম ছিলো 600 বাথ প্রত্যেকের। শো শেষ করে বের হতে হতে ৮টা বেজে গেলো। সেখান থেকে আমরা চলে গেলাম ওয়াকিং স্ট্রিট এ। অনেক্ষন হাঁটলাম। সেখানে রাস্তায় পেলাম এক সুস্বাদু খাবারের খোজ। খেয়ে দেয়ে ওই দিন এর মত হোটেল এ ফিরে এলাম। সকালের জন্য সব রেডি করলাম। কাল কোরাল আইল্যন্ড যাব।
২|
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮
বর্ণমালা বৃষ্টি বলেছেন: 5th day it was. U can read my other blogs.
৩|
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০২
অতঃপর হৃদয় বলেছেন: দারুণ, আমারো যাওয়ার ইচ্ছা আছে।
৪|
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: আপনার সিরিজটি পড়ছি ভালই লাগছে। তবে আরেকটু বড় করে আর বেশি ছবি দিয়ে পোষ্ট দিলে ভাল হত।
৫|
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০
বর্ণমালা বৃষ্টি বলেছেন: Dhonnobad mostofa vai. Asole likhte likhte kahil hoye gesi tai sesher gula khub boro kori nai. R besi pic icche kore dei ni. Karon keu keu birokto hote pare
৬|
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪
Md. Sumon Hossain বলেছেন: আশা করি আপডেট এ আরও নতুন অনেক তথ্য পাবো। ধন্যবাদ
৭|
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেগেছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
৮|
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথম ছবিটি দারুণ ফটোগ্রাফী। আর লিখা ও ভাল লেগেছে।
৯|
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩
ঘুড়িনাটাই বলেছেন: ভালো ছিল লেখাটা , তবে ছোট
১০|
১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৮
সঞ্জয় নিপু বলেছেন: ছুট্টু হয়ে গেল গো
আরো বিস্তারিত দিবেন আশা করি, কেননা, আমাদের, জানার ইচ্ছা প্রবল।
ধন্যবাদ,
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১
শাহিন-৯৯ বলেছেন: ভাল লাগল তবে খুব ছোট লেখা।