নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথক

আমার খুব কষ্ট হয়, যখন RAJAKAR বানানটা বাংলা বর্ণমালায় লিখা হয়। এটা বর্ণমালার জন্য অপমান।

কথক পলাশ

পোশাক আর মননের গেঁয়ো ভাবটা এখনো যায়নি। তাল মেলাতে গেলেই খেই হারিয়ে ফেলি।

কথক পলাশ › বিস্তারিত পোস্টঃ

নচিকেতা: যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

ঋজু ভঙ্গিতে তিনি লবি'তে এলেন। নচিকেতা। জড়িয়ে ধরলেন। বললেন 'চলো বসি। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে'।
বললাম, 'বন্ধুরা আমাকে একসময় "নচিলাশ" বলে ডাকতো। আজ ২০ বছর হলো এই সময়টার জন্য অপেক্ষা করছি'।
তিনি জোরে হেসে উঠলেন। সেই চির পরিচিত অট্টহাসি। দ্বিধাহীন।
আমি বললাম, 'আপনার কোনো গানে আপনি 'কষ্ট' শব্দটা অদ্যাবধি ব্যবহার করেন নি। ব্যাপারটা কি কাকতালীয়, নাকি ইচ্ছাকৃত?'
তিনি আবারও হাসলেন। মৃদু। মাথা নিচু করে কিছু একটা ভাবলেন। দৃষ্টিতে বিষ্ময়!
তারপর আমার দিকে তাকিয়ে বললেন, 'ইচ্ছাকৃত'।
আমি বললাম 'কেন?'
তিনি বললেন, 'আমি একটা সময় প্রচণ্ড স্ট্রাগল করেছি। হয়তো জানো সেসব। সে সময় 'কষ্ট' শব্দটা এতো বেশি আমার সাথে থেকেছে যে, এখন আর রাখতে চাইনা'।
এই বলে তিনি উঠে পড়লেন। বললেন, 'প্লেন মিস হলে দেশে ফিরতে পারবোনা যে! যাই পলাশ!
গাড়িতে ওঠার আগে ঘুরে দাঁড়ালেন। আমার ভিজিটিং কার্ডটার দিকে তাকিয়ে জিগ্যেস করলেন, 'পারসোনাল নাম্বার'?
আমি বললাম, 'হ্যাঁ'।
তিনি বললেন, 'পলাশ, আমার নাম্বারটা রাখো। ফোন করো। তোমার সাথে অনেক কথা বলবার আছে।'
চলন্ত গাড়ির জানালার গ্লাস খুলে আমার দিকে তাকিয়ে হাত নেড়ে আবার বললেন, 'ফোন করো পলাশ। যাই'।
নিজেকে তখন অনির্বাণ বলে ভ্রম হচ্ছিলো আমার।
------------------------------------------------------
২৪ ডিসেম্বর, ২০১৫। আমার গানওয়ালার সাথে আমার প্রথম দেখার গল্প এটা।

সেই চেনা সুর গাইছেন
সেই পরিচিত গল্প বলার ঢং
আমরা আড্ডা দিলাম বন্ধুর মতো
২৩ বছরের পরিচিত; কমতো নয়!

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২

কেউ নেই বলে নয় বলেছেন: মানুষরা কত অদ্ভুত হয়, মানুষই অদ্ভুত হয়!! আমিও একজনকে চিনি। বাংলা সাহিত্যে তার মত বিশুদ্ধ কোন কবি আমার কাছে নেই। সেও কিছু শব্দ উচ্চারন করে না। কত অদ্ভুত খেয়াল থাকে মানুষের, কত অদ্ভুত বোধ!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২০

কথক পলাশ বলেছেন: হুমম। খেয়ালী বলেই তো তারা অন্যদের থেকে আলাদা।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: অনেক গুলো শব্দ বাক্য লিখে আবার মুছে ফেলেছি এখানে, কোন শব্দ বাক্যই যেন নচিকেতার জন্য যথেষ্ট মনে হচ্ছিলোনা আমার,

নচিকেতা একজনই এবং পৃথিবীতে একবারই জন্মায়।

স্বপ্ন দেখা আর তা পুরণ করা আমার নেশা পেশা,পলাশ আমি নচিকেতা একদিন একটা আড্ডা দেয়ার স্বপ্ন চোখে বুনে রাখলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

কথক পলাশ বলেছেন: আমার আগের পোস্টগুলোতে নচিকেতার জন্য যেসব কথা জমিয়ে রেখেছিলাম, প্রথম দেখার ধাক্কায় প্রায় সবই ভুলে গিয়েছিলাম।

"নচিকেতা একজনই এবং পৃথিবীতে একবারই জন্মায়।"

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: নচিকেতা প্রিয় শিল্পী। আপনি ভাগ্যবান।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

কথক পলাশ বলেছেন: নিশ্চয়ই ভাগ্যবান হামা ভাই।
তার গানের কথাগুলোর মতই তিনিও আটপৌঢ়ে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

হারান সত্য বলেছেন: প্রিয় শিল্পি নচিকেতা, তার গানের কথাগুলি অসাধারণ - কখনই দেখা করার সৌভাগ্য হয় নাই।
দুর থেকেই কেবল তাঁর জন্য শুভ কামনা করছি।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

কথক পলাশ বলেছেন: সেদিন নচি'র চোখে মুখে পুরনো নচিকেই দেখতে পেয়েছি।
অদ্ভুত শক্ত ব্যক্তিত্ব।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭

কথক পলাশ বলেছেন: এইতো ভালো। দেবো নতুন পোস্ট।

৬| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো নচিকেতার মত একজন গুণী শিল্পীকে নিয়ে আপনার এই ছোট্ট পোস্ট।
স্মৃতিটা নিশ্চয়ই স্মরণীয় হয়ে আছে, থাকবে বহুকাল।
পোস্টে প্লাস + +

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭

কথক পলাশ বলেছেন: হুম। তাতো বটেই। এ যে কল্পনারও বাইরে ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.