![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।
ছোট বেলায় ফুটবল খেলতাম, কত পোলাপাইনরে কাটাইয়া গোল করতাম। গোল করার পর পোলাপাইন আনন্দের সহিত আমারে ঘাড়ের উপর নিয়া হই হুল্লোড় করতো। খেলাশেষে আবারো দলের ক্যাপটেন হিসাবে ধারাবাহিক উপক্রমে আনন্দ- উল্লাস তো থাকতোই। এতক্ষন অযথা কিছু কথা বললাম। এই কথাটার পুরা সারাংশটাই হলো, ভাই আমি কষ্ট কইরা খেইলা হেরপর গোল দিছিলাম, বিশ্বাষ করেন ১১*১১+ ১ জন রেপারি ও ছিলো এই খেলার তত্তাবধানে। শুধুমাত্র এটাতেই সিমাবদ্ধ ছিল না, আমার এ খেলা দেখার জণ্য দর্শক ও ছিল বৈকি।
মাগার কেউ কিছু কইবার পারে নাই। যখনই গোল দিছি ঠিক তখনই সবাই মিলে হাত তালি দিছে।
কষ্ট কইরা গোল করে একটা আত্মনুভূতি পাওয়া যায় যেরকম সত্য, ঠিক তেমনি পাকা মাঠে গোল করলেও ততটাই খারাফ অনেুভূতি স্বিকার হতে হয়।
©somewhere in net ltd.