![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।
জীবনটাকে এত ছোট করে দেখার মত কিছুই নেই। এই পর্থিব জীবনে আমরা সবাই নিজের তাগিদে না আমাদের তাগিদে দোড়াদোড়ি করি। কখনো আমার নিজের জণ্য আবার কখনো আমার পারস্পারিক অন্তরিনের জন্য। তবে সত্যিকার অর্থে আমরা একেক জন অন্যজনের আঞ্জাবহ। সুতরাং ছোট একটা কারনে আমরা কিছুটা সময় আমাদের মধ্যে থাকি না, এটাই আমাদের সবছেয়ে বড় ভুল। ঐ সময়টাই আমরা আমাদের মাঝে ক্ষিপ্ত ভাবে থাকতে পারি তাহলেই আমাদের অস্তিত্ব কতক্ষানি আসানুরুপ সেটা অনুধাবন করতে পারতাম। জগতের অশালিনতা আমাদের অন্তরিপটাকে ধুমড়ে মুছড়ে দিছে। আপতত দৃষ্টিতে আমরা সেটাই দেখি। কিন্তু সবচেয়ে আবেগী বিষয় হলো আমরা এইসব জিনিস/ তর্জনকে শুধুমাত্র দেখেই যাই। দেখাটাও ভালো দেখলে ও কিছু শিখা যায় বাট যেভাবে আমরা দেখি এই দেখাটাতে আমরা জগতের কিছূই শিখতে পারব না। তার একটা মাত্র কারন হলো, আমরা যা কিছুই দেখি তা সর্বোচ্ছ দূরে থেকে দেখি। যা খুবই আবচা আবচা লাগে হাস্যকর বিষয় হলো এ থেকে আমরা কিছুই শিখতে পারি না। শুধুই তাকিয়ে কি যেনো কিলবিল করে বলতে থাকি। আর কি যে বলি তাও ইস্পষ্ট না। এ থেকে একটা বিষয় প্রতিয়মান আর তা হলো, যা কিছুই দেখবো তা কাছে তেকে
©somewhere in net ltd.