![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।
না ঘুমাইয়া না খাওয়া দাওয়া করে পরিক্ষার আগে পড়া মানে না পড়ার সমান। কোনো লাভ নাই। কিচ্ছু হবে না। আমরা পারি শুধু ঘুরাঘুরি করতে আর যখন পরিক্ষার নাম্বার গুলা পাই তখনই চিতলাইয়া উঠি না এবার থেকে পড়া লাগবোই। না পড়লেই না। কোণো কিছুই আশা করা যায় না এই ১৮ + পোলাপাইনগো দারা।
হল থেকে বের হলেই বলি কিরে পরিক্ষা কেমন হইছে ?
উত্তরে আসে এক গাল হাসি দিয়া দোস্ত ভালো হয় নাই।
তো বল কোন মুখে আমি আবার বলবো দোস্ত আমার ভালো হইছে।
তবে পরিক্ষ যাই হোক আশা কিন্তু কউই ছাড় দেয় না, হয় পাশ করবে না রিটেক দিবে এই আর কি বাপের টাকাই তো যায়। আর আমি তো দুই পয়সার আয় ও করি না। আর এই না হয় প্রাইভেট ! রিটেক না দিলে নাকি স্টুডেন্ট না।
তো ঠিক আছে আমরা ইস্টুডেন্ট আমরাই রিটেক দিমু আমরাই টিচারদের পকেট গরম করমু। কি দয়ালু আমরা না। না !! ???
©somewhere in net ltd.