![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।
একটা নতুন কিছু পাওয়ার উচ্চ আকাঙ্কা মানব সমাজটাকে আরো আবেগী করে তোল, যেটা সচারচর খুবই কম ভাবে প্রয়াস পায়। প্রত্যেকের জীবনেই উচ্চ আকাঙ্খা পাওয়াটা অস্বাভাবিক। কিন্তু তার বিপরীতে যা পাই তাই স্বাভাবিকের তুলনায় গ্রহনযোগ্য। শহরে প্রায় নতুন একটা ছেলে যার প্রথম আভির্ভাব ঘটে শুধুমাত্র লেখাপড়ার উদ্দেশ্যে। কিন্তু শহুরে এই আজব আজব মানুষের আচরন, রুপচর্চার শিহরনে শিহোরিত। আর মনে মনে ভাবতে লাগে কি নোংরা মানুসই না দেখেছি এতো দিন। আবার দেখে আজব আজব সব দালানকোঠা, শিহরিত হয়ে যায় তার মন, ভাবে ছিঃ এতদিন কি নর্দমাক্ত এক চত্রচায়ায় পড়ে ছিলাম। আবার দেখে কত মেধাবী মেধাবী পোলাপাইন, বিবর্জীত হয়ে যেতে মন চায় তার। না এবার আর দেখবে না কিছুই, এইবার গড়ার পালা। জাগতিক সামাজিক যে অবকাঠামো তাকে বিমোঞিত করেছিল সব কিছু পাওয়ার আসায় আজ সে প্রস্তুতি নিতেছে। কিন্তু আদো সে ছিন্তা করলো না এতো তাড়াতাড়ি কি এতো আবেগী হওয়াটা কি ঠিক? কিন্তু অবশেষে তার বিপরীত দিকটাই হলো। কিছূই হলো না সব কিছুই অগোছালো হয়ে গেলো। এখন দোষ দেয় সে এই সমাজকে। আসলেই কি তা ঠিক?
©somewhere in net ltd.