নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাকে বুজে শুনে এই ফ্ল্যাট ফর্মে এসেছি। এখানে সবাই আসতে পারে না। সবাই ব্যবহারও করতে জানে না। আমি বুজেছি, আমি জেনেছি তারা আমার বাড়িয়ে যাওয়া হাতকে থামাতেই কটুক্তির কথা বলে শুধুমাত্র ব্লগ বলে।

ইসলাম ঈভান

আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।

ইসলাম ঈভান › বিস্তারিত পোস্টঃ

আমার স্বপ্ন।

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

জীবনের প্রতিটা পদে পদে যদি বাধা আসে তাহলে সেই জীবনে উন্নতি করাটা বেগতিক। তারপরও কেনো জানি সবাই এই ধারাবাহিকতা থেকে পিছু হাটতে চায় না। সবাই ভালো ভালো স্বপ্ন দেখে ভালো ভালো কল্পনা করে। হোক না সেটা তুচ্চ কিংবা বাস্তবিকতার আধারে। কিন্তু আমার স্বপ্নে আমি রাজা। অনেক স্বপ্ন নিয়ে তুনি পড়ালেখা করতে এসেছে ঢাকার গলিতে। তার স্বপ্ন ছিলো কোনো এক সায়ত্বসাষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে তাকে। একটাই আসা তার যে করেই হোক তাকে চাঞ্জ পেতেই হবে। না হলে তার সব প্রতিক্ষিত আশার মৃত্যু হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে আর ভাগ্যবতি করে তুলতে পারলনা। তার স্বপ্নটা ভেঙ্গে গেলো। পারলেঅনা টিকে থাকতে এই পরিহাসের দুনিয়াতে। কি আর করবে এই তুনি এখন তো দেশের বাড়ী ছাড়া কোনো পথ নাই তার। কিন্তু তার সকল বন্ধু বান্ধব এই ঢাকায় চাঞ্জ পেয়ে তাকে আরো একেলা করে দিলো। কি হবে তার মাথা উচিয়ে ও দেশে গিয়ে বলতে পারবেনা যে একটা ভার্সিটিতে এডমিট হতে পেরেছে। আগুনের মত গরম হয়ে নিজের চোখ দিয়ে পানি বেরুতে লাগলো এখন কি করবে কি হবে। তাকে তো সান্তনা দেওয়ার মতন ও কেউ নাই। সব কিছুই ত্যাগ করেছে, করেছে উঠতি বয়সের রঙ মঞ্জের প্রেমময় খেলা। প্রেমিক থাকলেও ও তো সান্তনা দিতে পারতো। এখন বেচারা মনে মনে ভাবে সেটাই করা উচিৎ ছিলো যেটা ও নিজে করে নাই।

অবলিলায় বলা যায় নিতুর আর স্বপ্ন দেখতে আগের মতন ইচ্চা হবে না। প্রেম করতে সাচ্চন্ধোবোধ করবে। অতঃপর আবার প্রেমিককে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখবে, তাদের বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা একদিন বড় হবে। মায়ের দীর্ঘায়িত আশা পূরন করবে। সেই আশাটা হলো পরাজিত মায়ের সেই স্বপ্ন খানা।

কিন্তু সেও ভাবে তার ভবিষ্যতের স্বপ্নগুলা ও কি বৃথা হতে যাচ্চে। সে তো জানে না। কিন্তু ভয় লাগে যদি না আবার হালকা আঘাতে সব কিছু ধুলোয় মুছে যায়। কারন সে নিজেই এখন স্বপ্ন ভাঙ্গা আহত কাঙ্গাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.