নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাকে বুজে শুনে এই ফ্ল্যাট ফর্মে এসেছি। এখানে সবাই আসতে পারে না। সবাই ব্যবহারও করতে জানে না। আমি বুজেছি, আমি জেনেছি তারা আমার বাড়িয়ে যাওয়া হাতকে থামাতেই কটুক্তির কথা বলে শুধুমাত্র ব্লগ বলে।

ইসলাম ঈভান

আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।

ইসলাম ঈভান › বিস্তারিত পোস্টঃ

আমাদের পুলিশ

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

আমাদের পুলিশ।



সরকারি কোনো গাড়ী গেলে কোনো চেক পোষ্ট কিছুই লাগে না কারন সরকারি গাড়ীর ভিতরে সরকারি লোক আর সরকারি রাস্তায় সরকারি পুলিশ। সুতরাং সবই সরকারি, আইনগত কোনো বাধা নাই।

গাড়ীর ভিতরে সরকারি মন্ত্রি কিন্তু গাড়ীতে সরকারি কোনো চিহ্ন না থাকায় চেক পোষ্টে আটকা পড়লেন সরকারি মন্ত্রি করিম বক্স।



কি ব্যাপার আপনার গাড়ীর ভিতরে এগুলা কি ?

- ও এগুলা মুরগির উন্নতমানের ডিম পাড়ার পাউডার।

তা আপনি কে, মুরগির খাওয়া এই গাড়িতে কেনো ?

- আরে আমাকে চিনো না !

না

- ওহ নো, আমি বাংলার ডিম মন্ত্রি, আমাকে চিনো না !!

পাজলামি করেন না.. ডিম মন্ত্রি বলতে এই বাংলায় কেউ আছে !!

গাড়ীর লাইসেন্সে কি নাম আপনার ?

- জ্বি.. করিম বক্স।

লাইসেন্সটা দেখান। একি তোর নাম তো কানাই। কানাই থেকে করিম তার উপরে আবার বাক্স।

..স্যার বাক্সের ভিতরে অবৈধ পাউডার।

দে দুইটা কানের নিচে, আর থানায় নিয়া ডিম মন্ত্রিরে দুইডা ডিম পুশ করিছ তাইলেই সব সত্যি কথা বের হয়ে যাবে।

- এই কন্সটেবলের বাচ্চা তুই জানচ না তুই কার সাথে খেলা করতেচছ।

সালা ডিমের বাচ্চা !!!

ঠাস ঠাস ঠাস !!!



বাহ আমাদের পুলিশ গর্ব করার মতন !!





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.