![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।
প্রেম করার জন্য উপযোগী তত্ত্বঃ
শুধুমাত্র ছেলেরা ফলো করবেন-
এই তত্ত্বে মাত্র তিনটি শর্ত জুড়ে দিয়েছেন বর্তমান প্রেমবীদ। যা কিনা যে কোনো কচকো সাবান চুইপার ষ্টাররা প্রেমে পড়তে বাধ্য।
১. আপনার কিছুই নাই কিন্তু ‘‘কথা বলার দক্ষতা’’ আছে, বেচ আর কিছুই লাগবে না, কথার জালে পেছিয়ে উনারে কনভেন্স করে পেলুন। সুফল নিশ্চিত, না হলে লাইক ফেরত।
২. আপনি দেখতে অনেক ‘‘সুন্দর, ডেশিং, টলটাল’’। মায়াবী বা আবেগী হলে হবে না। এক্ষেত্রে ও সুফলতার শষ্য ফুল দেখবেন।
৩. আপনার উপরোক্ত কিছুই নাই, দুশ্চিন্তার কোনো কারন নাই, ‘‘বাপের টাকা আছে তো সব আছে।’’ ইচ্ছা মত রিন পাওয়ার হোয়াটগো পেছনে টাকা দান করেন, একটা কথাই মনে রাখবেন দানের মান বানে(বন্যায়) ভাসে না।
সো আশা রাখেন এই প্রেমময় তত্ত্বের উপর।
উপরোক্ত তত্ত্বের সাথে আপনাদের কোনো মিল খুজে না পেলে আমি দায়ী নই। দায়ীকৃত ব্যক্তি প্রেম বিষারদ।
©somewhere in net ltd.