নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাকে বুজে শুনে এই ফ্ল্যাট ফর্মে এসেছি। এখানে সবাই আসতে পারে না। সবাই ব্যবহারও করতে জানে না। আমি বুজেছি, আমি জেনেছি তারা আমার বাড়িয়ে যাওয়া হাতকে থামাতেই কটুক্তির কথা বলে শুধুমাত্র ব্লগ বলে।

ইসলাম ঈভান

আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।

ইসলাম ঈভান › বিস্তারিত পোস্টঃ

প্রেমের অপরিহার্য দিক।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

প্রেম করার জন্য উপযোগী তত্ত্বঃ

শুধুমাত্র ছেলেরা ফলো করবেন-



এই তত্ত্বে মাত্র তিনটি শর্ত জুড়ে দিয়েছেন বর্তমান প্রেমবীদ। যা কিনা যে কোনো কচকো সাবান চুইপার ষ্টাররা প্রেমে পড়তে বাধ্য।



১. আপনার কিছুই নাই কিন্তু ‘‘কথা বলার দক্ষতা’’ আছে, বেচ আর কিছুই লাগবে না, কথার জালে পেছিয়ে উনারে কনভেন্স করে পেলুন। সুফল নিশ্চিত, না হলে লাইক ফেরত।



২. আপনি দেখতে অনেক ‘‘সুন্দর, ডেশিং, টলটাল’’। মায়াবী বা আবেগী হলে হবে না। এক্ষেত্রে ও সুফলতার শষ্য ফুল দেখবেন।



৩. আপনার উপরোক্ত কিছুই নাই, দুশ্চিন্তার কোনো কারন নাই, ‘‘বাপের টাকা আছে তো সব আছে।’’ ইচ্ছা মত রিন পাওয়ার হোয়াটগো পেছনে টাকা দান করেন, একটা কথাই মনে রাখবেন দানের মান বানে(বন্যায়) ভাসে না।

সো আশা রাখেন এই প্রেমময় তত্ত্বের উপর।



উপরোক্ত তত্ত্বের সাথে আপনাদের কোনো মিল খুজে না পেলে আমি দায়ী নই। দায়ীকৃত ব্যক্তি প্রেম বিষারদ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.