![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(৭) চতুর্থ অংশের পর
বিয়ের আগের দিনঃ ১৫/০৫/২০০৩
আগামী কাল নীরা’ র বিয়ে । আজকে রাজিব সাহেবের গায়ে হলুদ দিতে মা ছাড়া নীরার বাড়ি থেকে সবাই গেছে তার বাড়িতে । মা যায়নি কারন পাত্রের গায়ে হলুদে নাকি মেয়েদের মায়েদের যেতে নেই । নীরার ধারনা মা তাকে পাহারা দেওয়ার জন্য ই বাড়িতে থেকে গেছে । আচ্ছা মা সবাইকে এত সন্দেহ করে কেন? মায়ের জীবনে কি কোন গোপন ঘটনা আছে যা তাকে এমন সন্দেহবাতিক করে তুলেছে?
নীরার রাজিবের জন্য এখন ও মন কেমন করছে । ও নিজের ঘরেই শুয়ে ছিল । মায়ের ডাকাডাকিতে মায়ের কাছে গেল । “ তোর কালকে থেকে কি হয়েছে ? সারাদিন শুটকি মাছের মত চেহারা করে ঘুরে বেরাচ্ছিস কেন?”
নীরার মনে হল “ শুঁটকি মাছের কোনো বিশেষ চেহারা থাকে না । অনেক ধরনের মাছকেই শুঁটকি করা হয়। “ । কিন্তু মায়ের এই সব কথার প্রতিবাদ করার সাহস বা ইচ্ছে কোনটাই তার নেই ।
একবার ভাবলো বলে “ আমার এক জনের জন্য মন কেমন করছে । আমি আঙ্কল টাইপ লোক টাকে বিয়ে করতে চাই না ।“ কিন্তু মায়ের মুখের দিকে একবার তাকিয়েই এই কথা বলার সাহস মুহূর্তেই কর্পূরের মত উড়ে গেল ।
মুখে বললো ”মাথা ব্যাথা করছে ।আমি একটু ঘুমাবো ।“
যেতে যেতে নীরা দেখলো মা চোখে সন্দেহ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে । ........................................................চলবে
২| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৬
খায়রুল আহসান বলেছেন: এতটা ছোট ছোট করে লিখছেন কেন?
৩| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৮
এনজেল৩০ বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আজকে লেখার বেশী সময় পাইনি ।
৪| ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬
খায়রুল আহসান বলেছেন: বিয়ের রাতে প্রতিটি নববধূকে রাজকুমারী মনে হয়, আর প্রতিটি বরকে ঘোড়সওয়ার রাজকুমার। ধীরে ধীরে রাজকুমারীর পার্লার সজ্জিত এলিয়েন মুখ ও তার আরোপিত হাসি এবং রাজকুমারের মুখ থেকে লজ্জার রুমাল পলেস্তারার ন্যায় খসে পড়ে, ওরা মর্ত্যের মানব মানবী হয়ে আসে।
৫| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
শায়মা বলেছেন: ৪. ২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬ ০
খায়রুল আহসান বলেছেন: বিয়ের রাতে প্রতিটি নববধূকে রাজকুমারী মনে হয়, আর প্রতিটি বরকে ঘোড়সওয়ার রাজকুমার। ধীরে ধীরে রাজকুমারীর পার্লার সজ্জিত এলিয়েন মুখ ও তার আরোপিত হাসি এবং রাজকুমারের মুখ থেকে লজ্জার রুমাল পলেস্তারার ন্যায় খসে পড়ে, ওরা মর্ত্যের মানব মানবী হয়ে আসে।
হা হা খায়রুলভাইয়া তোমার ঘোড়সওয়ার রাজকুমার সাজা ছবি দেখতে চাই!
নীরা আপুনি!!!!!!!!!! তোমার রাজকুমারী সজ্জিত ছবিও দেখতে ইচ্ছা হচ্ছে .....
৬| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৭
এনজেল৩০ বলেছেন: শায়মা আপু আমি রাজকুমারী না ........................... হাহাহা
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: খায়রুল আহসান বলেছেন: বিয়ের রাতে প্রতিটি নববধূকে রাজকুমারী মনে হয়, আর প্রতিটি বরকে ঘোড়সওয়ার রাজকুমার। ধীরে ধীরে রাজকুমারীর পার্লার সজ্জিত এলিয়েন মুখ ও তার আরোপিত হাসি এবং রাজকুমারের মুখ থেকে লজ্জার রুমাল পলেস্তারার ন্যায় খসে পড়ে, ওরা মর্ত্যের মানব মানবী হয়ে আসে।
পর্বগুলো আরও ডালা মেলতে পারতো। এদিকটায় লেখিকা/লেখকের দৃষ্টি আকর্ষণ করছি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৬
এনজেল৩০ বলেছেন: নতুন লিখছি ভাইয়া । ভুল গুলো ক্ষমা করবেন ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫
খায়রুল আহসান বলেছেন: নিরার ধারনা মা তাকে পাহারা দেওয়ার জন্য ই বারিতে থেকে গেছে -- কঠিন জীবন!