নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই গল্পটা লেখা শুরু করেছি এটা ভেবে যে কাউকে না কাউকে এই গল্পটা আমার বলতে হবে, কারন “ নীরার বিয়ে” এই গল্পটা শুধুই আমার ।

এনজেল৩০

এনজেল৩০ › বিস্তারিত পোস্টঃ

নীরার বিয়ে

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

(১০ম অংশের পর)
(বিয়ের পর ১)
সকাল বেলা নীরার ঘুম ভাঙল রেজা সাহেবের হাতের আঘাতে । ঘুমের মধ্যে হাত সরাতে গিয়ে নীরার মাথার উপর হাত ফেলে দিয়েছে রেজা । নীরা “উহঃ” করে ওঠাতে রেজা সাহেব ঘুম ঘুম চোখে ভাবলেশ হীন মুখ করে বললেনঃ “ওহ সরি। আমি ক্লামসি ।“ নীরা অবাক এবং বিরক্ত । সে যে উনার পাশে শুয়ে আছে, সেটা নাহয় উনি ভুলে যেতে পারে, কিন্তু এতো জোরে আঘাত করার পর ও উনি বিকারহীন সেটা দেখেই নীরা অবাক । নীরা বিছানা থেকে উঠে গিয়ে ড্রয়িং রুমে বসল ।
এই বাসাটা কিন্তু নীরার খুব পছন্দ হয়েছে । এখন তেমন কোন ফার্নিচার নেই, শুধু বেড রুমের বিছানা, ফ্রিজ, ড্রয়িং রুমের তিন সীটের একটা সোফা কাম বেড (এটাকে ড্রয়িং রুম সোফা বলা যায় না । রেজা সাহেব বলেছে এটা কে নাকি বারান্দায় রাখার জন্য কেনা হয়েছে) আর আরেক বেড রুমের জন্য আরেকটা ছোট বিছানা । নীরার কাছে এটা ভেবে খুব অদ্ভুত লাগলো যে, ফ্রিজ ছাড়া বাকি সব ফার্নিচারই বিছানা । (রেজা সাহেব বিয়ের ৭/৮ মাস আগে থেকেই এই বাসায় একা আছে । একা থাকার ক্ষেত্রে ব্যাপারটা অদ্ভুত ) । তারপর ও এই বাসাটা নীরার খুব পছন্দ হয়েছে । আর বারান্দা গুলো চমৎকার । নীরা মনে মনে ভাবে এই বাসাটাকে ও কিভাবে সাজাবে ।
রান্নার কোন ব্যবস্থা এখন ও এই বাসায় নেই । রান্নাঘরে শুধু ২টা মগ আর একটা কফি মেকার । দুপুর বারোটার দিকে রেজা সাহেব ঘুম থেকে উঠে কফি হাতে ড্রয়িং রুমে এসে নীরার পাশে বসলো ।
রেজাঃ তোমাকে একটা খুশীর খবর দেই । আমার কিন্তু কোন লোণ নেই ।
নীরাঃ লোণ কেন থাকবে?
রেজাঃ অনেকেই তো লোণ নিয়ে বিয়ে করে । আরো কত লোণ থাকে মানুষের ! আমার কোন লোণ নেই।
নীরাঃ আমার তো লোণ শুনলেই ভয় লাগে । আমি কোন দিন লোণ নিতে চাই না । আচ্ছা, এই বাড়িটা কি আপনি কিনেছেন?
রেজাঃ নাহ লীজ নিয়েছি ২ বছরের জন্য । কিন্তু খুব শিগগীর একটা গাড়ি কিনে ফেলব ।
নীরাঃ যেই গাড়িতে করে এই বাসায় আসলাম, ওইটা কার গাড়ি?
রেজাঃ ঐটা তো কবিরের (রেজার বোনের জামাই) ।
নীরার খুব হাসি পেল, কবিরের সম্পর্কে মায়ের মন্তব্য (লুঙ্গি ফুঙ্গির মডেল) মনে করে ।অনেক কষ্টে হাসি চাপল ও ।
রেজাঃ আমি মাসে ১৫০০০ টাকা আব্বা আম্মাকে দেই । উনাদের হাত খরচ। তোমাকে হাত খরচের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা দিবো।
নীরাঃ আচ্ছা ।
রেজাঃ আর শোনো, একটা কথা বলে রাখি । হাসব্যান্ড কে কোনোদিন কোন ব্যাপারে সন্দেহ করবে না ।
নীরাঃ সন্দেহ করব কেন?
রেজাঃ নাহ মানে অনেক ওয়াইফ আছে যারা জামাই কে সন্দেহ করে । কেন দেরি হল বাসায় আসতে, কেন ফোন ধরনি, কোন মেয়ের সাথে এতক্ষণ কথা বলছ, এই সব বলে ঝামেলা করে । যখন ওয়াইফরা সন্দেহ করে, তখনি কিন্তু জামাইরা চিটিং করে, বুঝলে? কোনোদিন আমাকে কোন ব্যাপারে সন্দেহ করবে না ।
নীরাঃ আমি শুধু শুধু কেন সন্দেহ করব?
রেজাঃ গুড । আগে থেকেই বলে রাখলাম ।
দুপুরে শ্বশুর বাড়িতে খেতে যাওয়ার সময় রাস্তায় রেজা সাহেব নীরার হাত ধরল । নীরা ত লজ্জায় লাল । সাথে কেমন একটা অপরাধ বোধ, একটা ছেলে ওর হাত ধরেছে! সারা জীবন শুনেছে নাঙ্গ দের (মায়ের ভাষা) কাছে যাওয়া খুবই পাপের, খুবই অপরাধের, সেই থেকেই মনে হয় এই অপরাধ বোধ । নীরার কেমন যেন বমি বমি লাগে । এটা কি টেনশন?
রাতে বাসায় আসার পর, রেজা সাহেব বললঃ এখানে আমার পাশে একটু শুয়ে থাকো, আমরা গল্প করি ।
নীরা রেজা সাহেবের পাশে গিয়ে বসলো । ঠিক তখনি রেজা সাহেবের একটা কল আসলো । রেজা সাহেব কল কেটে দিল ।
নীরাঃ কি হল? ফোন কেটে দিলেন কেন?
রেজাঃ আরে এই নম্বর থেকে একটা মেয়ে কল দিয়ে শুধু কথা বলতে চায় । বিরক্ত করে ছাড়ল । আর এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আপনি করে বল কেন? তুমি করে বললেই তো পার ।
নীরা চুপ । মনে মনে ভাবে, এই আঙ্কল টাইপ লোক টাকে কি ভাবে তুমি করে বলবে ।
আবার রেজা সাহেবের কল আসে ।
রেজা (হাসি মুখে) ফোনেঃ হ্যালো ।
ওপাশ থেকে মহিলা কণ্ঠে কেউ কিছু বলে ।
রেজাঃ শুনেন এখন তো আমার বিয়ে হয়ে গেছে । যখন তখন ফোন দেন কেন?
আবার ওপাশ থেকে মহিলা কণ্ঠে কেউ কিছু বলে ।
রেজাঃ আমি আমার ওয়াইফের সাথে আছি । ফোন রাখছি ।
ফোন রেখে রেজা সাহেব বলেঃ অনেক রাত হয়েছে, এই মহিলা মেজাজটাই খারাপ করে দিল ।
নীরাঃ কি বলে মহিলা?
রেজাঃ আরে গল্প করতে চায় । বাদ দাও তো । চল ঘুমাতে যাই ।
ওরা ঘুমাতে গেল

চলবে...........................................................................

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

ধ্রুবতারার ডায়েরী ১০১ বলেছেন: কে আপনি?? আর সব বাদ দিয়ে 'নীরা' নাম টাই কেন?? তার ওপর 'প্রলাপবাক্য' এর স্টাইল ফলো করে লিখেন!! কে আপনি??

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

এনজেল৩০ বলেছেন: আমি গত এক বছর ধরে লিখছি এখানে । নীরা মানে জল । নামটা এই কারনেই নেওয়া । আমি কাউকে ফলো করে লিখিনা । এই গল্পটা একান্তই আমার । যদি কারও লেখার সাথে মিল হয়ে থাকে তাহলে আমি দুঃখিত।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫০

এনজেল৩০ বলেছেন: আরেকটা কথা । আপনার একটা লেখা দেখলাম । সেখানে নীরা নামটি ব্যবহার করা হয়েছে । যদি সেই কারনে আপনি আমাকে নীরা নামটি কেন নিলাম, প্রশ্ন করে থাকেন, তাহলে বলতে পারি, গত ১ বছর আগে থেকে আমি এই গল্পটি লেখা শুরু করেছি । আশা করছি আপনার উত্তর পেয়েছেন । ধন্যবাদ ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: চলুক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

এনজেল৩০ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

ধ্রুবতারার ডায়েরী ১০১ বলেছেন: আসলে আমি ২০১২ থেকে এই নাম টা ব্যবহার করছি। আপনার এই নাম ব্যবহার দেখে অবাক হয়েছি তাই জিজ্ঞেস করা। ঠিক আছে আপনার নীরা আপনার কাছে থাকুক আর আমার নীরা আমার কাছে। ধন্যবাদ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

শায়মা বলেছেন: হা হা রিক্সায় হাত ধরার কথা পড়ে হাসছি.... :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

এনজেল৩০ বলেছেন: ;)

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এখানে দেখি "নীরা" কে নিয়ে টানা হ্যাচড়া! সামুতে কি নামের রেজিস্টার/প্যাটেন্ট করা যায়... :P =p~ =p~

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:২২

এনজেল৩০ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.