নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পষ্টভাষি

স্পষ্টভাষি › বিস্তারিত পোস্টঃ

হায় রে বাংলাদেশ! একটি সেতুর জন্য সাত গ্রামের মানুষের দুর্ভোগ !

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

void(1);

সুমনা, আফরোজা, জুঁই আর বাবু। ওরা একটি স্কুলে পড়ে। প্রতিদিন সকালে স্কুলের ব্যাগে বই-খাতার সাথে বাড়তি একটি পোশাক নিয়ে আসতে হয় ওদের। কারণ, স্কুলে যেতে গুমানী নামে একটি নদী পার হতে হয়। সেখানে ব্রিজ নেই। খেয়া নৌকা থাকলেও পানি কমে যাওয়ায় এখন তা বন্ধ। তাই স্কুল ব্যাগে বাড়তি পোশাক আনতে হয় এসব শিক্ষার্থীদের। এরকম দুর্ভোগ শুধু ওই ছাত্র-ছাত্রীদের নয়। নদী পাড়ের সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের।



সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ হাট পয়েন্টে গুমানী নদী। সেখানে একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের। বর্ষায় সেখানে খেয়া নৌকা থাকায় কষ্ট সয়ে পারাপার হয় মানুষ। এখন পানি শুকিয়ে যাওয়ায় খেয়া নৌকাটিও চলছে না। তাই হাঁটুজলে হেঁটে পারাপার হচ্ছে মানুষ। কিন্তু মালামাল নেয়ার ক্ষেত্রে দুর্ভোগ আরো বেড়ে যায়। স্থানীয়রা একটি ব্রিজের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ ইসাহক আলী তালুকদারসহ বিভিন্ন দপ্তরে অনেকবার আবেদন করেও কোন কাজ হয়নি।





স্থানীয় সমাজসেবক আব্দুল হালিম মন্ডল জানান, নদীটির ধামাইচ পয়েন্টে ব্রিজ নির্মাণের জন্য গ্রামের হাজার হাজার মানুষের স্বাক্ষর নিয়ে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে জমা দেয়া হয়েছে। মাঝে-মধ্যে ইঞ্জিনিয়ার এসে মাপ-জোকও নিয়ে যান। কিন্তু ব্রিজ আর হয় না। এভাবে টানা ২০ বছর ধরে চলছে ব্রিজ বাস্তবায়নের স্বপ্ন।



সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ জানান, তিনি নির্বাচিত হওয়ার আগে থেকেই এখানে ব্রিজ নির্মাণের দাবি উঠেছে। তবে তিনি বিরোধী দলের সমর্থিত চেয়ারম্যান হওয়ায় সরকারি দলের সাংসদ তার কথা শুনছেন না

যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে ঢাকার সৌন্দয বৃদ্ধি করা সেখানে ১ টি সেতুর জন্য টাকা হয় না । হায় রে বাংলাদেশ !

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

সিংহমামা বলেছেন: আফসোস!

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

শিক কাবাব বলেছেন: অভাবে যেমন স্বভাব নষ্ট হয়, বিবেক বুদ্ধিও নষ্ট হয়ে যায়। ঐ গ্রামের নরপশু গ্রামবাসীদের বিবেক বুদ্ধি মোটেও নাই। ওদের মরা উচিৎ। ওদের জন্য কোনো সমবেদনা নয়।

সামান্য এই কাজটা করতে কি ইন্ডিয়া থেকে লেবার ভাড়া করে আনতে হবে? এর জন্য কি কয়েক হাজার কোটি টাকা লাগবে? ১ ফ্যামেলী প্রতি ১০০ টাকা দিলেই হয়ে যায়। মাগার ১শ তো দূরের কথা, কষ্ট করবে, তবুও ১০ টাকাও দিবে না। তাইলে বলুন কার দোষ?

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

স্পষ্টভাষি বলেছেন: চাদা উঠিয়ে কি স্থায়ি সমাধান হবে । দেশের সরকার কোথায় ? দেশের গরীব মানুষও তো ভ্যাট ও ট্যাক্য দেয় তবে তারা কেন সুবিধা পাবে না? শুধু কি ঢাকার সৌন্দয বৃদ্ধি করলেই হবে।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: ঐ সাত গ্রামের মাঝে স্কুল বানানোর দায়িত্ব ঐ এলাকার মানুষের, সরকারের দায় ঠেকেনি ঐখানে ব্রীজ বা স্কুল বানানোর। X(( X(( X((

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

পরোবাশি২০১৩ বলেছেন: agree w/Shik kabab. The villagers should construct the birdgae. Wake Bangali!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.