নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন এক বাস্তবতার সন্ধানে

সীমান্তে মানুষ হত্যা বন্ধ কর

সোহাইব সিনান

সোহাইব সিনান › বিস্তারিত পোস্টঃ

জাতির শিক্ষিত সন্তান ও Intellectuals দের জন্য সুসংবাদ... Rejoice...

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২

জাতির শিক্ষিত সন্তান ও Intellectuals দের জন্য সুসংবাদ। মাল্টি-ন্যাশনাল কোম্পানিগুলিতে উচ্চ-বেতনের “ঝব” করার জন্য আপনাদের কষ্ট করে দেশের বাইরে যাবার দরকার পড়বে না। কারণ “TIKFA” এর কল্যানে এক ঝাক মাল্টি-ন্যাশনাল কোম্পানি আমাদের দেশেরই বিভিন্ন খাতে (সেবা, প্রযুক্তি, ঔষধ ইত্যাদি) আস্তানা গাঁড়তে আসছে। Rejoice… সেই জন্যই হয়তো বা TIKFA এর বিরুদ্ধে আপনারা কোন আওয়াজ তোলেন নি।



জাতি এই ভুমিকে আপনাদের হাতে তুলে দিয়েছিল আপনাদের “মেধা” দিয়ে জাতিকে আলোর পথ দেখাবেন, এই আশায়। সেই মেধার মুল্যয়ন আপনাদের কাছে শুধুই উচ্চ-বেতনের “ঝবের” মধ্য সীমাবদ্ধ থাকায় জাতির কল্যানে “TIKFA” এর বিরুদ্ধে আপনারা দাঁড়াতেই পারলেন না।



~ভুলে যাবেন না ইস্ট ইন্ডিয়া কম্পানীর কথা।

~ভুলে যাবেন না তাদের সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ ও সীমাহীন শোষণের কথা।

~ভুলে যাবেন না সেই শোষণের বিপক্ষে যারা প্রতিবাদ করেছিল, তাদের সাথে তারা কেমন ব্যাবহার করেছিল।

~তারা Law Make করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদেরই বিরুদ্ধে ব্যাবহার করেছিল।



কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। “TICFA” তো স্বাক্ষরিত হয়েই গেল। আপনারা ইতিহাস মনেই করতে পারলেন না আপনাদের শখের ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে। এখন কীসের জন্য নিজেকে প্রস্তুত করবেন???



~ মাল্টি-ন্যাশনাল কম্পানীতে ইন্টারভিউ??? নাকি

~ গন-আন্দোলন???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫

চাটুকার বলেছেন: আমাদের দেশটা কখনো গনতান্ত্রিক বা গনমুখি রাষ্ট্র ছিলো না।

১৯৭১ সালে যুদ্ধ হয়ে ছিলো গনতান্ত্রিক রাষ্ট্রের জন্য কিন্তু এক কেন্দ্রিক এক নায়ক, স্বৈরাচারী ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত আমেরিকার সাহায্য প্রয়োজন আর ভারতের প্রয়োজন ট্রানজিট, আমাদের সব কিছু দখল। আমেরিকার প্রয়োজন আমাদের মাথার(টিকফা) দখল! যার জন্য ভারত আমেরিকা একজোট তাদের স্বার্থ আদায়ে।

আওয়ামীলীগ বিএনপি কে পরস্পরের বিরুধে লাগিয়ে আর বাঘ(মৌলবাদী) আসছে বলে ভয় দেখিয়ে দেশের মেধাবীদের কে বন্চিত মানুষের বিরুদ্ধে লাগিয়ে একটা শ্রেনি বিবেধ তৈরি করে তাদের স্বার্থ আদায় করা।

বাংলাদেশের আজকের পরিস্থিতি ইংগিত দেয় ভারত আমেরিকার কূটকৌশল
বাংলাদেশ কে আরেকটা পাকিস্তান বানাবে আওয়ামীলীগ কে ভুল পথে পরিচালিত করে। আওয়ামীলীগের লোভ আওয়ামীলীগ কে ধ্বংস করবে।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.