![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই বন্ধু হাবলু আর ডাবলু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হাবলু একটু নম্র ভদ্র আর ডাবলু একটু লুইচ্চা ধরনের। তো ঐ সময় রাস্তা দিয়ে দূর গ্রামের জব্বারের মেয়ে ফাতেমা হেঁটে যাচ্ছিল। ফাতেমাকে দেখে ডাবলু হা করে তাকিয়ে ছিলো আর হাবলুর ঐদিকে মন নেই। এক পর্যায়ে ডাবলুর লালা ঝরতে থাকে। ডাবলুর বাবা এলাকার প্রভাবশালী ব্যক্তি। ডাবলুর ঝরা লালায় এলাকায় হাঁটু পানি হয়ে যায়। এই নিয়ে সালিশ বসে। সালিশে রায় হয় ফাতেমাকে দেখেই ডাবলুর লালা ঝরছে যার জন্য এতো বিপত্তি,এই অপরাধে ফাতেমাকে আর ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা। আর অন্য দিকে বেচারা হাবলুর লালা ঝরেনি বলে সবাই একমত হয় যে তার যৌন সমস্যা আছে। তাই তাকে অতি দ্রুত "হেলিকপ্টার হারবাল ক্লিনিকে" চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়….
পরিশেষে,ইসলাম আমাদের তেঁতুল আর মেয়ের মধ্যে পার্থক্য বুঝতে শেখায়,মিলকরন করতে নই।
©somewhere in net ltd.