নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ভূবনে আমি একা - আমার কোথাও কেউ নাই; - আমি নিজে রাধি-নিজে খাই - নিজের গান নিজে গাই। www.cartoonistarif.com

আরিফুর রহমান

কার্টুনিস্ট, ইলাস্ট্রেটর, এনিমেটর, টুনস ম্যাগ-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক

আরিফুর রহমান › বিস্তারিত পোস্টঃ

টুনস ম্যাগ বাংলা কার্টুন প্রতিযোগিতা

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮

আসছে ১লা নভেম্বর ২০১৩, ‘টুনস ম্যাগ ’ ৪র্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘টুনস ম্যাগ বাংলা কার্টুন প্রতিযোগিতা-২০১৩’র আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতায় পেশাদার/অপেশাদার যেকোনো বাংলাদেশী শিল্পী অংশগ্রহণ করতে পারবে।



-বিষয়: বাক স্বাধীনতা।

প্রতিযোগিতার কিছু তথ্য:

বাক স্বাধীনতা নিয়ে আপনার নিজের আকা কার্টুন পাঠাতে হবে। কার্টুনের সাথে সংক্ষেপে লেখা/সংলাপ ব্যবহার করা যাবে। কার্টুনের শিরোনাম দিতে হবে (বাধ্যতামূলক)। নির্বাচিত কার্টুন গুলো টুনস ম্যাগ বাংলার গ্যালারি বিভাগে পদর্শনীর জন্য প্রকাশ করা হবে। পাঠক, লাইক বাটনে ক্লিক করে কার্টুনের মূল্যায়ন করতে পারবে। পাঠকের মূল্যায়ন এবং বিচারকের রায়ে বিজয়ী নির্ধারণ করা হবে।

নিয়মাবলী:

১. কার্টুন হতে হবে নিজের আকা এবং অপ্রকাশিত। প্রতিযোগিতার ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত একই কার্টুন অন্য কোনো প্রতিযোগিতায় দেয়া যাবে না। ফলাফল প্রকাশিত হওয়ার পর যদি আপনার কার্টুন পুরস্কৃত হয় তাহলে এই কার্টুনের সত্তাধিকারী টুনস ম্যাগ বাংলা, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। যদি পুরস্কারের জন্য মনোনীত না হয় তাহলে অন্য কোথাও ব্যবহার করা যাবে।

২. একজন সর্বোচ্চ তিনটি কার্টুন পাঠাতে পারবে। তিনটি কার্টুন পাঠানোর পর যদি কোনো শিল্পী ছদ্দনামে আরো কার্টুন পাঠান তাহলে সে প্রতিযোগিতায় অযোগ্য হিসেবে বিবেচ্য হবে।

৩. সরাসরি কাউকে আক্রমনাত্মক, মানবাধিকার লঙ্ঘন ও ধর্মেরপ্রতি আঘাত করে এমন কার্টুন গ্রহণ যোগ্য হবে না।

৪. কার্টুন স্ক্যান করে পাঠাতে হবে। আপনার প্রেরিত কার্টুন নিম্ন ৮০০ পিক্সেল থেকে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল এর হতে হবে।

৫. অপরিস্কার/অসচ্ছ বা ঘোলাটে কার্টুন গ্রহণ যোগ্য হবে না।

৬. কার্টুনে সংলাপ/লেখা থাকলে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করে বসিয়ে দিতে হবে। কার্টুন ও সংলাপ আলাদা আলাদা পাঠালে গ্রহণ যোগ্য হবে না।

৭. সংলাপ/লেখা স্পষ্টভাবে যেন পড়া যায়। অক্ষর গুলো বড় হতে হবে।

৮. কার্টুন পাঠাতে হবে [email protected] এই ই-মেইলে।

৯. কার্টুন পাঠানোর শেষ সময়, ২৫ অক্টোবর ২০১৩।

১০. কার্টুনের সাথে আলাদা ভাবে নিজের নাম, ঠিকানা ও ফোন নাম্বার উল্লেখ করতে হবে।

পুরস্কার এবং ফলাফল:

মোট পাঁচজন, পাঁচটি কার্টুন পুরস্কারের জন্য নির্বাচিত হবে।

১ম পুরস্কার: ২,০০০ টাকা ও সনদ পত্র

২য় পুরস্কার: ১,৫০০ টাকা ও সনদ পত্র

৩য় পুরস্কার: ১,০০০ টাকা ও সনদ পত্র

৪র্থ পুরস্কার: ৫,০০ টাকা ও সনদ পত্র

৫ম পুরস্কার: সনদ পত্র।

* বিষয় যে যত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি।

* প্রতিযোগিতার কার্টুন পদর্শনী ও পাঠক মূল্যায়ন (ভোট) গ্রহণ চলবে, ৩০ অক্টোবর ২০১৩ পর্যন্ত।

মূল লেখার লিংক: http://bd.toonsmag.com/bangla/6134

বিচারক মন্ডলী:

আভা মাসুমী (চিত্র শিল্পী-ইরান), কাওসার মাহমুদ (কার্টুনিস্ট-বাংলাদেশ), ফাদি আবু হাসান (কার্টুনিস্ট-সিরিয়া) তিনজন বিচারক মন্ডলীর রায়ে বিজয়ী নির্ধারণ করা হবে

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.