নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Michael Rema

Michael Rema › বিস্তারিত পোস্টঃ

চালডাল-এ কুকুরের কোন খাবারের দাম কেমন

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ঘরে শিশু বাচ্চা থাকার কারণে অনেকে ঘরে কুকুর পোষা থেকে বিরত থাকেন। মনে এক ধরণের ভীতি কাজ করে। এবং অনেকে মনে করেন যে, কুকুরকে কি খাওয়াবেন, বা কুকুরের খাবার কোত্থেকে পাওয়া যাবে, এই ভয়ে কুকুর পোষতে চান না। আর কুকুরের খাবারের দাম নিয়ে অনেকের সংশয় রয়েছে। তাই, যারা কুকুরের খাবার কেনার স্থান এবং দাম নিয়ে চিন্তিত, তাদের জন্যেই এই লেখাটি। জেনে নিন, চালডাল-এ কুকুরের কোন কোন খাবার পাওয়া যায়, এবং এইসব খাবারের দাম কেমন।



আপনার প্রিয় পোষা কুকুরের খাবার তালিকায় যেসব খাবার রাখতে পারেন।
চালডাল-এ কুকুরের খাবারের মধ্যে Jer High Adult Dog Food অন্যতম। এটি মূলত এডাল্ট কুকুরের খাবার। এটির দাম চালডাল-এ ২১৫ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত। Brit Dog Food-এর দাম ২০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত। SmartHeart Adult Dog Food-এর দাম ২০০ টাকা থেকে ২৬০৪ টাকা পর্যন্ত। Pedigree Adult Dog Food-এর দাম ৩২০ টাকা থেকে ২৬২৫ টাকা পর্যন্ত।

Purina Alpo Dog Food-এর দাম ২০৯ টাকা থেকে ১০৭১ টাকা পর্যন্ত। Foodinnova Dog Food-এর দাম ৯০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। Versele Laga Oropharme Pet Milk-এর দাম ১৮৩৮ টাকা করে। Prama Milk Adult Dog Food-এর দাম ২৭০ টাকা করে। Pet8 Cat Food-এর দাম ২২১ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।

তাই, কুকুরের খাবার পাওয়া নিয়ে আর চিন্তা করতে হবেনা। দোকানেও যেতে হবেনা। ঘরে বসেই পেয়ে যাবেন কুকুরের খাবার আপনার পছন্দ অনুযায়ী।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে কুকুরের খাবার? এই দেশে মানুষ খাবার পায় না। আর আপনি এসেছেন কুকুরের খাবার নিয়ে?

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

Michael Rema বলেছেন: রাজীব নুর ভাই, দরিদ্র দেশ কোন দেশকে বলছেন? আপনার প্রফাইল পিকচারতো দেখি ডিএসএলআর ক্যামেরা নিয়ে তোলা। বিষয়টা হচ্ছে, আমি নিজেও কোন ধনি পরিবার থেকে আসিনি। তবে, বাংলাদেশের মানুষকে গরিব বলে আমরাই গরিব বানিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: রাজীব নুর স্যারের সাথে আমি একমত।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

অর্ক বিন মুজিব বলেছেন: ব্লগে কুত্তা পোষা এলিট শ্রেণীর কেউ আছে বলে মনে হয় না।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

Michael Rema বলেছেন: অর্ক বিন মুজিব, হতে পারে কেউ নেই। তবে জানিয়ে রাখা ভাল। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ থাকলে জানিয়ে দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.