নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

ছোটশিশু-ঘুম-কান্না-ভ্যাঁভ্যাঁ:|

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭

ছোট শিশুদের আমার খুব ভয় লাগে। আমি যতটা সম্ভব পারা যায়, তাদের এড়িয়ে চলি। বিশেষ করে যাদের বয়স ৩ এর নিচে। সেদিন খুলনা থেকে ঢাকা আসার পথে ৮/৯ মাস বয়সী একটা শিশু আমার দিকে বড় বড় চোখে দেখছিল। আমার পাশে ছিল এক চ্যাংড়া। সে ভাবছিল তার দিকে শিশুটা তাকিয়ে আছে।চ্যাংড়া তাকে একবার কোলে নিতে চাইলে সে মুখ ঘুরিয়ে নিলো। কিছুক্ষণ পর আবার শিশুটা আমাকে সেইরকমভাবে দেখতে লাগলো। চ্যাংড়াটা আবার হাত বাড়িয়ে তাকে নিতে চাইলো। সে আবার মুখটা ঘুরিয়ে বসলো। বাচ্চাটার বাবা লজ্জিত হয়ে বললো, অপরিচিত বলে যেতে চাইছে না!!



এরপর চ্যাংড়াটা শিশুটার অনিচ্ছা সত্ত্বেও জোর করে কোলে নিয়ে বসলো। আর শিশুটা ওমনি আমার কোলে ঝাঁপ দিয়ে পড়লো। আমার তখন ইচ্ছা করছিল কেঁদে ফেলি। আর ইচ্ছা করছিল শিশুটাকে সিটে বসিয়ে রেখে চ্যাংড়াটার ঠ্যাং দুইটা ভাঁজ করে বাসের জানালা দিয়ে ফেলাই দেইX(



শিশুটাকে কোলে নেওয়ার পর দেখলাম সে খুব ম্যাচিউরড আচরণ করলো। কোলের ভিতরে চুপচাপ বসে থাকলো। কিছুক্ষণ বসে থাকার পর সে আমার পানির বোতলটা চাইলো, হাতে দিতেই সে বোতল মুখ লাগানো অবস্থা দিয়েই পানি খাওয়ার মতো করলো। বুঝলাম যে তার পানির পিপাসা লেগেছে। পানি খাওয়ানোর পর সে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকলো। তারপর ঘুম!!:)



আমি ছোটবেলায় খুবই খারাপ শিশু ছিলাম। সারাদিন ভ্যাঁভ্যাঁ করতাম। আম্মুর আমাকে নিয়ে দু:খ কষ্টের শেষ ছিল না। যেখানে যেত, সেখানে আমাকে নিয়ে যেতে হতো। নাহলে ভ্যাঁভ্যাঁ করতাম। আমাদের বাড়িতে চানঁমিয়া ভাই নামে একজন ছিলেন তিনি আমাকে পালতেন। তার একবার আমি কান কামড়ে দিয়েছিলা।



আজকে ছোটবেলার একটা পাসপোর্ট সাইজের ছবি দেখে খুব হাসি পেল। আমি খুবই রেগে ছিলাম এমন অবস্থায় ছবিটা তোলা ছিল। ছোটবেলায় আমি রেগে গেলে নাক ফুলে যেত। :D



মানুষ মাত্রই নাকি বদলায়! কিন্তু আমার বোধহয় সেরকম কোনো পরিবর্তন আসেনি। আম্মুকে যেমন জ্বালাতন করতাম, এখনও তেমন জ্বালাতন করি। বড় পরিবর্তন শুধু একটাই সেটা হলো, ছোটবেলায় আপসেট হয়ে গেলে খুব কাঁদতে পারতাম। এখন আর কাঁদতে পারিনা। এখন আপসেট হয়ে গেলে মনেহয় ঘুমই একমাত্র সমাধান।

এটা বোধহয় যারা সুইসাইড করে তারাও ভাবে!! এজন্যই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ে!! কিন্তু আমি ঘুমাই আমার মানসিক শান্তির জন্য, ভালোই লাগে |-)



মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

চানাচুর বলেছেন: |-) |-)

২| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

যোগী বলেছেন:
বায়োগ্রাফি ভাল হইছে।
আশা করব আবার কাঁদতে পারার প্রাকটিস করবেন বেশি বেশি, ঘুমানোর না।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১১

চানাচুর বলেছেন: কাঁদতে গেলে মাথায় চিনচিনে ব্যাথা হয়... কোনো কোনো সময় নাক দিয়েও পানি পড়ে তখন সর্দি লাগে, শ্বাসকষ্ট-ও হতে পারে |-) |-)

ধন্যবাদ! |-) |-)

৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি শুনেছি আমি ছোটবেলায় খুবই শান্তশিষ্ট শিশু ছিলাম #:-S

আমিও বাচ্চাদের এড়িয়ে চলি, আর বাচ্চারাও আমাকে!

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৭

চানাচুর বলেছেন: আমি বর্তমানে একজন শান্ত-শিষ্ট লোক। তবে আম্মু আশেপাশে থাকলে আমি কখনোই শান্ত থাকতে পারিনা। ন্যাকামি, আল্লাদি এবং খামোখা রাগ করা আম্মুর সাথে না করলে ভালোই লাগে না :D

আম্মুর আমার সম্পর্কে মতামত একটাই, তার অন্য দুই মেয়েকে পালতে যতোটা না কষ্ট হয়েছে, আমাকে তার থেকে দ্বিগুণ তিনগুণ কষ্ট হয়েছে। আমি অবশ্য এসব গায়ে মাখি না। বাড়ির ছোটরা একটু ঝামেলা করবে, এটাই স্বাভাবিক :D

৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ও আমার ভিতর সুইসাইডাল টেন্ডেন্সি আছে, ভয়ঙকর ভাবে আছে। তবে আমি শুধু পরিকল্পনা করি :|

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৯

চানাচুর বলেছেন: আমার একটা সময় সুইসাইডাল টেন্ডেন্সী ছিল যখন আমি ছোট ছিলাম। এখন এসব ভাবলে হাসি পায়। আল্লাহ্‌ না করুন এমন অবস্থা যেন না কারো না হয়!! :( :(

৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫২

শুঁটকি মাছ বলেছেন: ভাই, কান্নাকাটির কবিতা শুনে আমার একটা রাইম মনে পরে গেল।রাতে ফোন দিয়া বলব।ওকে?

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

চানাচুর বলেছেন: কবিতা শুনলা কই? আরিফ মিয়া কি এখন তার কবিতার রেকর্ডিং পাঠায়তাছে? #:-S #:-S

৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শুঁটকি মাছ বলেছেন: সমগ্র জাতির কাছ থেকে ডলা খাওয়ার পর শুনলাম সে কবিতা লেখা বন্ধ করে দিছে!!!!!!

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩০

চানাচুর বলেছেন: ওহ্‌ নো!! :(

৭| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০

খাটাস বলেছেন: আপনি এখন ও পরিবর্তন হন নাই, মানে এখন ও খারাপ শিশুই আছেন? ;) ভাই চেঙরা তো বগুড়ার ভাষা।

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪

চানাচুর বলেছেন: এখন আমি প্রাপ্তবয়স্ক!! :)

বগুড়ার ভাষা হয়েছে তো কি হয়েছে?? আপনি কি বগুড়ার লোক নাকি ভাই? রাগ হইছেন নাকি!! #:-S

৮| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শীলা শিপা বলেছেন: আম্মুকে জ্বালাতন করার মজা অন্য কিছুতে পাওয়া যায়?? একদম না। তবে আপনি এখন থেকে ঘুমানোর চেষ্টা বাদ দেন। নতুন কিছু করেন আপু...

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩৬

চানাচুর বলেছেন: কেন আপু ঘুমালেই তো শান্তি!! দিন দুনিয়ার কিছুই মাথায় আসেনা। মাঝেমাঝে উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখা যায়!! :)

অন্যদিকে, কান্নাকাটি বা মুখ গোমড়া করে রাখলে লসের উপর লস!! B-)

৯| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪২

~মাইনাচ~ বলেছেন: মানসিক শান্তির জন্য ঘুম

শুধু ওটাতে লেঘে থাকলেতো সারা জীবনটাই যাবে ঘুমের ভিতর দিয়ে

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫

চানাচুর বলেছেন: আমি তো সারাদিন ঘুমানোর কথা বলছি না। যখন মনটা উদাস লাগবে অনেক, তখন শুধু ঘুমাবেন। আমার অবশ্য মন উদাস হলে এমনি এমনিই ঘুম আসে। #:-S #:-S

১০| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২০

অর্পণ! বলেছেন:

আচ্ছা, আপনি আগে আছিলেন ACM (Automatic Crying Machine)
আর এখন হইছেন ASM (Automatic Sleeping Machine)

:P

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

চানাচুর বলেছেন: আপনি কোনটা একটু শুনি তো!! X(

১১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

বৃষ্টিধারা বলেছেন: মানুষ মাত্রই নাকি বদলায়! কিন্তু আমার বোধহয় সেরকম কোনো পরিবর্তন আসেনি। আম্মুকে যেমন জ্বালাতন করতাম, এখনও তেমন জ্বালাতন করি। বড় পরিবর্তন শুধু একটাই সেটা হলো, ছোটবেলায় আপসেট হয়ে গেলে খুব কাঁদতে পারতাম। এখন আর কাঁদতে পারিনা। এখন আপসেট হয়ে গেলে মনেহয় ঘুমই একমাত্র সমাধান। সেইম টু মি :(

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৮

চানাচুর বলেছেন: ব্যাপার না!! ঘুম=শান্তি!! :D

১২| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: আপসেট হয়ে গেলে ঘুম? আমার তো উল্টা ঘুম চৈলা যায়গা!

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

চানাচুর বলেছেন: জ্বি, প্রচন্ড ঘুম পায় এবং সলিড কিছু খেতে পারিনা #:-S

১৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫

অর্পণ! বলেছেন:
বুঝছি আপনে আবার
AQM (Automatic Quarrel Machine) ও বটে :|

:P

০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৭

চানাচুর বলেছেন: ধুরো... এইটা বুঝতে এতোক্ষণ লাগলো? আপনেরে তো মনে হইতেছে ম্যানুয়াল জিনিস |-) |-)

১৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আম্মুকে বেশী জ্বালাতন করতে নেই দেখেন না আমি একটুও জ্বালাতন করিনা ;)

০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮

চানাচুর বলেছেন: :-& :-&

১৫| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের এক ফ্রেন্ডকে প্রতিদিন রাত বারোটার সময় হলের চায়ের দোকানে পাওয়া যেত। পরপর দুই কাপ চা খেয়ে রুমে গিয়ে সটান ঘুম। কারণ চা না খেলে নাকি তার ঘুম পায়না।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৩

চানাচুর বলেছেন: আমাদের ভার্সিটিতে তো দুই তিনটা জায়গা বাদে অধিকাংশ জায়গাতেই কনডেন্স মিল্কের চা-ই পাওয়া যায়। কনডেন্স মিল্কের চা খেলে আমারও ভীষণ ঘুম পায়। একবার দুই কাপ চা খেয়ে খেয়াল করে দেখেন, আপনারও ঘুম পাবে। ঐ ভাইয়া একটু নিয়ম করে খেতো, এই আরকি! :D :D

১৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৬

আমি তুমি আমরা বলেছেন: আমারতো আপসেট হইলে ভাংচুর করতে ইচ্ছা করে :P :P

০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫০

চানাচুর বলেছেন: এইটা তো ভাল জিনিস না!! এখন থেকে আমার মতো ঘুমানোর চেষ্টা করবেন, দেখবেন শান্তি আর শান্তি :P :P

১৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :-আমি যত পুচকা পিচ্চি হোকনা কেন, কোলে আসলে চিপা মাইর দেই; কেঁদে দেয়; তারপর আমার কোল থেকে নিয়ে যাওয়া যায় ! :|

০৭ ই জুন, ২০১৩ রাত ৩:০৪

চানাচুর বলেছেন: ভাই আমি ছোটবেলায় খুব খারাপ ছিলাম। বাচ্চাদেরকে পলিথিন পরিয়ে নাচানাচি করাতাম।
শুধু তাই-ই না আমার এক ভাগ্নেকে (কাজিনের ছেলে) ডেকে বলেছিতাম, তোমার আব্বু (দুলাভাই) গরুচোর!!
তারপর তার সেকি কান্না!! #:-S
এখন ভাবলে অবাক লাগে কি বদটা ছিলাম আমি :|

কিন্তু আমার ভাগ্নে (আমার বোনের ছেলে) হওয়ার পর আমার সব বাচ্চাদের প্রতি একটা অন্য ধরনের মায়া হয়। যদিও বাচ্চারা ঝামেলাদায়ক বলে আমি পারতপক্ষে তাদের এড়িয়ে চলি। কিন্তু শান্ত শিষ্ট বাচ্চা হলে আমার ভালোই লাগে :!>

১৮| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৮

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বাচ্চা ভালো লাগা বড় হওয়ার লক্ষণ ! /:)

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

চানাচুর বলেছেন: তা তো হইছিই!! সাড়ে চার বছরের শিশুর আমি খালা!! B-)

আপনিও মামা চাচা বাবা হয়ে গেলে বড় যাবেন :D

১৯| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

সুপান্থ সুরাহী বলেছেন:
আমি মনে হয় বড়ই হয়া গেলাম...

কাঁদতেও পারিনা ঘুমাতেও পারিনা...

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩

চানাচুর বলেছেন: এর মানে আপনি কিশোর বয়সে পদার্পণ করেছেন |-) |-)

২০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০২

সোহাগ সকাল বলেছেন: আমি তো কতদিন কাদিনা ভুইলা গেছি!

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪

চানাচুর বলেছেন: আপনি দু:খ প্রকাশ করেন কি করে? খুব চাপা স্বভাবের নাকি!! #:-S #:-S

২১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

গ্য।গটেম্প বলেছেন: একদম ছোট বাচ্চা নরম থাকে।মনে হয় কোলে নিলে ভেন্গে যাবে!একটু শক্ত হলে তখন থেকে আমার ভাল লাগে।

২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

চানাচুর বলেছেন: kotha sotti!! ekdom choto baccha kole nilei mone hoy betha pabe :|

২২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

Ash৯৪ বলেছেন: Tomar besh koyekta lekha shotti onek cute ar funny hoy, thik tomar moto miss chanachuurr. Tumi o toh akhono babu der motoi acho.

১৫ ই জুন, ২০১৮ ভোর ৬:১৪

চানাচুর বলেছেন: তুমি যে কমেন্ট করছো, আমি প্রতিটা লেখাপড়ছি আর আমার কাছে সিলি পোস্ট মনে হচ্ছে আর লজ্জা লাগছে :( ধন্যবাদ তোমাকে। তোমার প্রিয় সন্যাসিনীর তো আমার কথা শুনলেও নাকি হাসি পায় :|

২৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫

Ash৯৪ বলেছেন: Na na miss chanachuuurrr ektao silly post na. Amar kache onek lekhai cute, funny and interesting legeche. Ektao silly mone holo na.
Hashi pabe keno kotha shunle? amar toh ulta moner moddhe fuler chitka pore haha :P :P

১৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

চানাচুর বলেছেন: ওই মহিলা তো নিজেই একটা ক্লাউন, তার সবাইকেই ক্লাউন মনে হয়। :|

আর তুমিও আছো মিয়া, একবার বলো ফুলের ছিটকা পড়ে আবার বলো মুখে ফুল চন্দন পড়ে! এই কথাগুলো আমাকে না বলে বানানা হাউজে কিলার আইজকে বললে অনেক এন্টারটেইনিং হত B-) তুমি যখন বলো, আমি কিলারকে দেখতে শুধু এই রুমে আসি। তখন কিলার খুশি হয়ে মাইক এ চলে আসে। আমার খুব মজা লাগে তখন। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.