নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগেনাকিছু:(

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫১

আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো, মাঝেমাঝে আমার ফোন রিসিভ করতে ইচ্ছা করেনা। ফোন কেন, এমনিতেও কারো সাথে কথা বলতে ইচ্ছা করেনা। আমার ফোন অধিকাংশ সময় সাইলেন্ট করা থাকে। সাইলেন্ট করার কারণ ক্লাসে গেলে ফোন বেজে উঠলে খুব বাজে অবস্থা হয় এজন্য ফোনটা সাইলেন্ট করেই রাখি। এজন্য মাঝেমাঝে আমি ফোনের রিংই শুনিনা। একারণে আমার একটা বদনাম আছে।



কয়েকদিন আগে বুয়ারা আমার ফোন নাম্বার চাইলো। আমার দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু তাও দিলাম। কারণ তারা না আসলে আমাকে অনেক কাজই করতে হবে। বুয়াদের ইচ্ছা তারা সকাল সকাল কাজ করে যাবে। কিন্তু সকালে আমরা কেউই থাকি না। আমি ক্লাস না থাকলে থাকি মাঝেমাঝে। আমি যেদিন থাকি সেদিন আমি বলেই দেই বাসায় থাকবো। কিন্তু তাও বুয়ারা এখন সময়ে অসময়ে আমাকে ফোন দেয়। আর এদিকে আমার ফোন তো সাইলেন্ট থাকে। দশ বারো বার ফোন দেওয়ার পর আমার স্মরণ হয় ফোনটা চেক করতে হবে। তারপর দেখি ফোন এসেছিল!!:|



তারা ফোন করেই নানা প্যাঁচাল পারে। চিল্লানি দিয়ে বকবক করতেই থাকে। তাদের ভাষা আমি ভালো করে বুঝতে পারিনা। শুধু বলি, বাসায় আছি... আসেন:|X((



আগামীকাল একটা পরীক্ষা আছে। পরীক্ষার সময় ফোনে টাকা থাকাটা খুবই জরুরি। আমার এই সময়টাতেই শুধু কথা বলতে ভালো লাগে। আর কথা না বললে চরম অশান্তি লাগে। অথচ আমার ফোনে এক টাকাও নাই। তবে আমার কাছে ইন্টারনেট আছে। তাই বোনকে ফেইসবুকে বললাম বাসায় ফোন দিয়ে আমার ফোনে টাকা দিতে :(



জানি, আমার বোন আমার কথা শুনবে না। সে অধিকাংশ সময়ই আমার সাথে নির্মম আচরণ করে। কাজিনকেও খুঁজলাম। কাজিনকে বললে সে মামীকে বলে একটা ব্যবস্থা করে দিতো। কিন্তু সেও আজকাল থাকে না। আমার খুবই খারাপ লাগছে এখন :(

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমরা ব্লগ থেকে কি আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি ?

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

চানাচুর বলেছেন: আমার ব্যবস্থা হয়েছে। একটা ফ্রেন্ডকে বলে ব্যবস্থা হয়েছে। 8-|

ধন্যবাদ ভাই :)

২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এতোদিন পরে আসলেন...........

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

চানাচুর বলেছেন: এখনই চলে যাচ্ছি। ভালো থেকো :)

৩| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

খাটাস বলেছেন: বুয়ারা এখন সময়ে অসময়ে আমাকে ফোন দেয়। তারা ফোন করেই নানা প্যাঁচাল পারে। =p~ =p~ =p~ =p~








মাইন্ডে নিয়েন না উল্টা। আপনি ফোন রিসিভ করেন না, তার পানিশমেন্ট। :) :)

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

চানাচুর বলেছেন: আমি ফোন রিসিভ করিনা, ঠিক আছে। কিন্তু মিসকল দেখলে আমি সাথে সাথেই কল ব্যাক করি। আর মাঝেমাঝে তো সবারই এমন হয়। আমার ক্ষেত্রে নাহয় একটু বেশি হয়। ওটা কোনো ব্যাপার না। পৃথিবীতে সব মানুষ ঠিক থাকলে চলে না #:-S #:-S

৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:১৪

হাসান মাহবুব বলেছেন: আমি যখন ফোন সাইলেন্ট রাখি তখনই গুরুত্বপূর্ণ কলগুলা আসে!

০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:১৯

চানাচুর বলেছেন: আমার এখনও গুরুত্বপূর্ণ কল তৈরি হওয়ার লোক হয়নি। বর্তমানে আব্বুর ফোন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন মনেহয়। তবে আব্বুর ফোন আসার আগেই আমি আব্বুকে ফোন দেই :):)

৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৫

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: ছ ছেড :P :P

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

চানাচুর বলেছেন: আম্মু্‌উউউউউউউ :((

৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন: আমার ফোন সবসময় বালিশের নিচে থাকে। তাই বেশিরভাগ সময় এমনেই রিংটোন শুনি না। ব্যাপার না। :P

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

চানাচুর বলেছেন: আসলেই ব্যাপার না!! :|

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

গ্য।গটেম্প বলেছেন: আব্বু আম্মুর ফোন না ধরলে তারা ফোন দিতেই থাকে।মাঝে মাঝে অফিসে কোন মিটিং এ থাকলে তারা ফোন করে না পেলে দেখা যায় ২০ টা মিসকল।

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

চানাচুর বলেছেন: হুম তাঁদের অযথা দুশ্চিন্তার ফল হলো ২০-৩০ টা মিসকল

৮| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

বৃষ্টিধারা বলেছেন: আমি আমার ফোন টা আজ কাল খুঁজে্ই পাই না কাজের সময় :(

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

চানাচুর বলেছেন: ভেরি ব্যাড :(

৯| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮

Ash৯৪ বলেছেন: Ki shundor and cute kore lekha ta hoyeche miss chanachuuurrr.

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:০২

চানাচুর বলেছেন: তোমার এই পোস্টটা কিউট লেগেছে? থ্যাংক্যু :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.