নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডালভাজা

চানাচুর

আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।

চানাচুর › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি-৪৬

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আমি আজকাল কোনো কাজেই তাল পাই না। যেমন গতকাল ইউনিতে গিয়ে মনে হলো পরীক্ষার রেজিস্ট্রেশনের কাজটা আজকের ভেতরেই করে ফেলতে হবে। এই কাজটা যথেষ্ট বিরক্তিকর। হল, ডিপার্টমেন্ট, ব্যাংক, পরীক্ষা অফিস এই সেই করে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এদিকে আমার কাছে টাকাও নাই। আমার এক ফ্রেন্ড বললো সেও করে ফেলতে চায় কিন্তু তার কাছেও টাকা নাই।

আমি বললাম, চলো সাভার অথবা নবীনগরে গিয়ে কোনো বুথ থেকে টাকা তুলে কাজটা করে ফেলি। ও বললো, সাভারে যাবা না নবীনগরে যাবা? আমি বললাম, নবীনগরেই চলো!! সাভারটা কেমন ঘিজিমিজি লাগে। আর নবীনগরে যাওয়াই ইজি হবে।



নবীনগর থেকে আমি জীবনেও টাকা তুলিনি। এমনকি নবীনগরে আমার জীবনে তেমন যাওয়াই পড়েনি। এর ফলে নবীনগরে গিয়ে হাবার মতো দুইজন কিছুক্ষণ এদিক সেদিক করে বুথ খুঁজলাম। মানুষকে জিজ্ঞেস করেও খুঁজে না পেয়ে দুইজন শেষ পর্যন্ত ডিসিশন নিলাম সাভারেই যাবো। এরপর আবার সাভারে এসে মিউচুয়াল ট্রাস্টের একটা বুথে ঢুকলাম। পিন নাম্বার দেওয়ার পর এ্যামাউন্ট চাইলো। আমি ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, কত দিবো? ও হিসাব করে বললো আমাদের দুইজনের বড়জোর ১৫০০/- টাকা লাগতে পারে!! আমি বললাম, ঠিক আছে! ২০০০/- টাকাই তুলি।

আমি ২০০০/- টাকাই দিতে বললাম। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এই সেই করে টাকা বের হলো! তবে ২০০০/- না ২০,০০০/-!!! :|



আমরা দুইজন কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকলাম তারপর কিছুক্ষণ পাগলা মেশিনটাকে নিয়ে হাসাহাসি করে বের হয়ে আসলাম। এরপর ইউনি গিয়ে হলে এসে ফর্ম নিলাম। ভাবলাম ওটা রুমে বসে ফিল আপ করে ব্যাংকে যাবো। কিন্তু হঠাৎ মনে পড়লো আমি আমার রুমের চাবিই তো আনিনি! আর রুমমেট-ও এখন থাকে না হলে। তারপর দুইজন খাওয়া দাওয়া করে ব্যাংকে গেলাম। ব্যাংকে গিয়ে বললো, আজ ব্যাংক বন্ধ!! খুবই হতাশ হলাম। আর তখনই মনে পড়লো, আরেহ্ আজ তো ব্যাংক হলিডে! এটা তো আমি জানতাম! এটা জেনেও কেন আজ আমি এতো দৌড়ালাম!! আমি তো দৌড়ালামই তার উপর আরেকজনকেও নিয়ে দৌড়ালাম!! কেন কেন কেন এমন করলাম!!!! X(





গতকাল বাসায় পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ছয়টা বেজে গেল। তখন দেখি প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যাথা। এরই মাঝে ভুলে হাতে কয়েকবার চিপ খেলাম। আর রক্ত পড়তে লাগলো। ফেইসবুকে ঢুকে দেখলাম আজকে ১১.৩০ থেকে ক্লাস। রাতে বসে বসে টেলিভিশনই দেখলাম শুধু। তারপর আল্লাদী মার্কা একটা গান শুনে ঘুমাতে গেলাম। ফোনে ৬টার সময় এ্যালার্ম ক্লক সেট করলাম ঐ আল্লাদী মার্কা গানটা দিয়ে। এমনি সময় সাধারণত আমার রেকর্ড করা আমার কণ্ঠে বিড়ালের ম্যাঁও ম্যাঁও শুনে ঘুম ভাংগে। কিন্তু আজকাল আমার করা বিড়ালের ম্যাঁও ম্যাঁও বড়ই বিরক্ত লাগে তাই আল্লাদী মার্কা গানটা সেট করেছিলাম।



আমার সকালবেলার ঘুমটা খুবই প্রিয়। এই ঘুমটার প্রতি ভালোবাসার জন্য আমার হলে চলে যেতে মন চায় শুধু :(

ভোর ছয়টার সময় আল্লাদী এ্যালার্ম বাজলে ঘুম ভাংলো। তবে ঐ আল্লাদী এ্যালার্ম শুনে আমার আবার আরাম লাগা শুরু হলো। আমি ভাবলাম একটু মোচড়া মুচড়ি করে উঠে পড়বো। কিন্তু মোচড়া মুচড়ি করতে গিয়ে আরাম লাগা বেড়ে যাওয়ায় আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখে সাড়ে আটটা বেজে গেছে। হিসাব করে দেখলাম কোনোভাবেই আমি সাড়ে ১১টার ক্লাস ধরতে পারবো না। তার থেকে বরং বাসাতেই থাকি। নীল ক্ষেতে ঘুরে আসবো... বই কিনবো।

ঘুম থেকে উঠে রেডি হয়ে নীল ক্ষেতে গেলাম! ওখানে পৌঁছানোর পর দেখি সব দোকান বন্ধ। তখন মনে হলো, আজ কি মঙ্গলবার নাকি? :(( কেন কেন কেন আজ আমি সোমবার মনে করেছি!!!!!!!!!!!!!!:((X(

সব মিলিয়ে আজ আমার প্রচন্ড হতাশ লাগছে :|



মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

হাসান মাহবুব বলেছেন: বস মিলিয়ে আজ আমার প্রচন্ড হতাশ লাগছে।

হু, পুরাই বস মার্কা হতাশা।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

চানাচুর বলেছেন: ধন্যবাদ :!>

ঠিক করেছি! :!>

২| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

নীল-দর্পণ বলেছেন: বেচারী :P

কি অবস্থা তোমার, আছো কেমন?

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২

চানাচুর বলেছেন: আমার অবস্থা সুবিধার না! আমি এখন প্রচন্ড হতাশায় ডুবে আছি। কাউকে বললে কেউই বুঝতে চায় না। আমাকে উল্টা বলে তোমার এতো কিয়ের হতাশা! এই আকি!!!

তোমার ভাবে মনে হচ্ছে তুমি খুব সুখে আছো!! ভালোই #:-S :|

৩| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

নীল-দর্পণ বলেছেন: আর সুখ! একসময় অলটাইম সুখেই থাকতাম। আর এখন হতাশা-নিরাশা.....আছি সব মিলিয়েই

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৭

চানাচুর বলেছেন: একটা বিয়ে হলে হতাশাটা কেটে যেত তোমার /:):D

৪| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আমিভূত বলেছেন: মাঝে মাঝে এইরকম আমারও হয় :(

আশা করছি আপনার হতাশা কেটে আনন্দঘন মুহূর্ত ফিরে আসবে :)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

চানাচুর বলেছেন: আমার নিজের কর্মকান্ডে নিজেই বিরক্তি থাকি আপু। প্রায়ই এক একটা ঘটনা ঘটে আর আমি ভাবি, আমার মন তখন কই ছিল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-/:-/

ধন্যবাদ আপু :)

৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
হতাশ হইলেও ১৮০০০ টাকা লাভ হইছে। ;)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

চানাচুর বলেছেন: হ হ :#> :!> :P

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার জন্য শুভ কামনা রইল।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

চানাচুর বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: হতাশায় সমবেদনা :D

তাও ভালো মঙ্গলবারের ক্লাস রুটিন দেখে সোমবারে ক্যাম্পাসে যাওনি। নীলক্ষেত যাওয়া পর্যন্তই চোটটা গেছে। নইলে আরো বেশী হতাশ লাগতো :D

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

চানাচুর বলেছেন: রুটিন অনুযায়ী ক্লাস না হলে আমাদের সেটা ফেইসবুকে এ্যানাউন্স করে দেয়। ক্যাম্পাসে গেলে কোনো অসুবিধাই ছিল না ভাইয়া :D :D

ভালো আছেন আপনি??

৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আহারে!

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

চানাচুর বলেছেন: আম্মু্‌উউউউউউউ :((

৯| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০০

শুঁটকি মাছ বলেছেন: চানামনি,যত যাই বল,দিনটা কিন্তু খারাপ যায়নি।মজাই লাগছিল।যে ব্যাপারটা মনে পড়লেই হাসি আসছে সেটা হল,২০০০টাকার বদলে যখন ২০০০০টাকার একটা বান্ডেল বের হল তখন আমরা দুইজনই হা করে কিছুক্ষণ টাকার দিকে তাকিয়ে থাকলাম। :-* :-* :-* :-*
আমার টাকাটা নিয়ে খুব পেরেশান লাগছিল।ভয়ে দোয়াদুরুদ পড়ছিলাম! :| :| :| :|

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

চানাচুর বলেছেন: আমি আসলে তেমন ভয় পাইনি। সাথে বাঘিনী নিয়ে ঘুরলে আর কিসের ভয়!!! :-0 :-0 :) :D

১০| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.................

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

চানাচুর বলেছেন: #:-S

১১| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

েরজা , বলেছেন:


বলেন কী , নবীনগরে ডাচ-বাংলা এর একটা ফার্স্ট ট্রাক আছে , ঐটার ভিতর গোটা দশেক টেলার আছে ....আপনার চোখেই পড়ল না ....পাশে কল্যানীয়া তারপর স্পিডব্রেকার নামের ফাস্ট ফুডের দোকান ( আর্মিদের ) ....এই খানে স্পন্জ রসগোল্লা বেচে ..............মিস্টি না খেয়েই চলে আসলেন ...আপনি কাজটা করলেন কী ???

আর একটা কথা ওরা বাংলাদেশের সবচেয়ে বাজে কফি বানায় ....খেয়ে যাবেন একদিন ....আমি মাঝে মাঝে বসি ওখানে

১২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৫

আমি তুমি আমরা বলেছেন: হেহেহে। আমিও প্রায়ই ভুল করে শনিবারে ব্যাংকে যাই, মঙ্গলবারে নীলক্ষেত নাহয় নিউমার্কেট যাই। পুরা ব্যাপারটাই প্যাথেটিক হয়।

১৩| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: আমি রেজিস্ট্রেশান করেছি লাস্ট ডেটে, আমি ভাবছিলাম বোধহয় এরপরে আর পরীক্ষার রেজিস্ট্রেশান করা যাবে না। ফর্ম ফিলাপ শেষ করে পরে জানলাম পরীক্কার আগের সপ্তাহেও ফর্ম ফিলাপ করেছেন সিনিয়ররা উনাদের সময়, শুধু ৫০টাকা জরিমানা লাগে। /:)

১৪| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

শীলা শিপা বলেছেন: হতাশ বালিকা, হতাশা কমেছে?? :)

১৫| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১

Ash৯৪ বলেছেন: Ahare bechari miss chanachuuurrr. Tomar mathay je ki ghure majhe majhe very cute indeed. But please if you can tomar record kora meow meow ta upload kore post koiro, I bet onek adorable hobe.

১৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৪৫

চানাচুর বলেছেন: সেই ম্যাঁও রেকর্ড করা ফোনটা একটা বুয়াকে দিয়ে দিয়েছিলাম। এখন আর গলায় ম্যাঁও ভাল হয়না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.